বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan-Karan Johar: জল্পনায় সিলমোহর, দ্য বুল ছবিতে ফের জুটি বাঁধছেন সলমন-করণ
পরবর্তী খবর
Salman Khan-Karan Johar: জল্পনায় সিলমোহর, দ্য বুল ছবিতে ফের জুটি বাঁধছেন সলমন-করণ
1 মিনিটে পড়ুন Updated: 25 Nov 2023, 09:59 PM ISTSubhasmita Kanji
Salman Khan-Karan Johar: সলমন খান এবং করণ জোহর ফের জুটি বাঁধতে চলেছেন। করণের ধর্মা প্রোডাকশনের প্রযোজনায় আসবে সলমন খানের নতুন ছবি?
সলমন-করণ জুটির 'দ্য বুল' মুক্তি পাচ্ছে কবে?
সলমন খান এবং করণ জোহর আবারও জুটি বাঁধতে চলেছেন তাও দীর্ঘ ২৫ বছর পর। এবার তাঁরা একত্রে একটি ছবি নিয়ে আসতে চলেছেন। তাঁরা দীর্ঘদিন ধরেই একসঙ্গে ছবি করার কথা ভাবছিলেন অবশেষে সেটা সত্যি হতে চলেছে। এর আগে শোনা গিয়েছিল বিষ্ণু বর্ধনের আগামী ছবিতে কাজ করবেন সলমন খান। আর সেই ছবিটির প্রযোজনা করবেন করণ জোহর। এবার সেই ছবির নাম প্রকাশ্যে এল।
সলমন খানের নতুন ছবির নাম
জুমকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি সলমন খান বলেন, 'আমি একটি ছবি করছি নাম দ্য বুল। এরপর দাবাং আসবে, কিক আসবে, সুরজ বরজাতিয়ার ছবি আসবে। অর্থাৎ এবার পর পর ৩-৪ টি ছবি আসতে চলেছে।' সলমন খানের এই বক্তব্যের পর মনে করা হচ্ছে দ্য বুল ছবিটির পরিচালনা করবেন বিষ্ণু বর্ধন যেমনটা করণ আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন। তখনই করণ জানান তাঁরা বর্তমানে যে ছবিটি নিয়ে কাজ করছেন সেটা হল দ্য বুল। এছাড়াও একাধিক ছবির সিক্যুয়েল আসতে চলেছে যে সেটাও স্পষ্ট।
কুছ কুছ হোতা হ্যায় ছবির পর আবার এই ছবিতে একত্রে কাজ করবেন সলমন খান এবং করণ জোহর। ১৯৯৮ সালের পর এবার আবার তাঁরা একসঙ্গে কাজ করতে চলেছেন। বলিউড হাঙ্গামার তরফে জানানো হয়েছে এই ছবিতে সলমন খান একজন প্যারামিলিটারি অফিসারের চরিত্রে অভিনয় করবেন। এটি একটি অ্যাকশনে ভরপুর ছবি হতে চলেছে বলেও জানানো হয়।