একই মঞ্চে উপস্থিত সলমন খান ও সোনু নিগম। সেই মঞ্চে চলছিল প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান। সোনু এসে অন্যান্যদের সঙ্গে মোমবাতি নিয়ে প্রদীপ জ্বালালেন। একই সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন বলিউডের ভাইজান। তাঁর হাতেও ছিল মোমবাতি। তবে সোনুকে প্রদীপ জ্বালাতে দেখেই নিজের মোমবাতি নিভিয়ে দেন সল্লু, মুখ ঘুরিয়ে নেন!
শনিবার এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। যদিও প্রদীপ না জ্বালালেও সেই মুহূর্তে মঞ্চ ছাড়তে পারেননি তিনি। চুপচাপ মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিলেন। অন্যদিকে সকলের অনুরোধে প্রদীপ জ্বালালেন গায়ক, আরও অনেককেই অবশ্য সেখানে প্রদীপ জ্বালাতে দেখা গিয়েছে। তবে সলমন কেন প্রদীপ জ্বালালেন না, সোনুকে দেখেই কি মুখ ঘুরিয়ে নিয়েছেন? উঠেছে সেই প্রশ্ন
এমনকি অনুষ্ঠানে সলমন- সোনুকে পরস্পরের সঙ্গে কথা বলতেও দেখা যায়নি। আর আপাতত এই ভিডিয়োটিই হয়ে উঠেছে নেটপাড়া চর্চার বিষয়বস্তু।
আরও পড়ুন-‘দীর্ঘ সময় মেয়েকে বুকের দুধই খাইয়েছি, এতেই প্রচুর ক্য়ালোরি খরচ হয়’, বলেন আলিয়া
আরও পড়ুন-ছোট্ট অনীকের গানে মুগ্ধ! এবার দাদার ইন্টারভিউতে এসে সরগম শোনাল ২ বছরের ভাই..
কিন্তু সোনুকে দেখেই কেনই বা এমনটা করলেন সলমন?
একসময় অরিজিৎ সিং-এ সঙ্গে যেমন সলমনের দূরত্ব তৈরি হয়েছিল, ঠিক তেমনই সোনুর সঙ্গেও সলমনের সদ্ভাব নেই! কিন্তু কেন? কী ঘটেছে তাঁদের মধ্যে?
ঘটনাটি ১০ বছর আগের। বেশকিছু বছর আগে এক মহিলা, মিউজিক কোম্পানি টি-সিরিজ-এর কর্ণধার ভূষণ কুমারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন। বলাইবাহুল্য ভূষণ কুমার প্রভাবশালী। সেসময় ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন সোনু নিগম। সেসময় নিজের ভিডিয়ো বার্তায় ভূষণকে একপ্রকার তুলোধোনা করেন। আর তখন বলিউডের স্বজনপোষণের বিষয়টিও ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। সোনুর দাবি ছিল, শুধুই গান রেকর্ড সংস্থা নয়, প্রভাবশালী প্রযোজক, নায়কেরাও অনেক প্রতিভাকে উঠতে দেন না। তখন নাম না করে গায়ক তোপ দেগেছিলেন সলমন খানের বিরুদ্ধে। আর তাতেই নাকি সোনুর সঙ্গে সলমনের দূরত্ব তৈরি হয়।
ভাইরাল ভিডিয়ো দেখে নেটপাড়ার অনেকেরই অনুমান, পুরনো সেই ঘটনার জেরেই নাকি সোনুর উপর এখনও রাগ কাটেনি ভাইজানের। শোনা যায়, তাঁদের নাকি মুখ দেখাদেখিও বন্ধু। তবে সত্যিই কি এই কারণেই একই মঞ্চে গায়ককে দেখে মুখ ফিরিয়ে নেন সুপারস্টার অভিনেতা? প্রদীপ জ্বালাতেও অস্বীকার করেন?
আজ্ঞে নাহ। যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেটি অনুষ্ঠানের একটুকরো ভিডিয়ো। পুরো ভিডিয়োটি দেখলেই বুঝবেন। সলমন সোনুর বহু আগেই প্রদীপ জ্বালিয়ে ফেলেছিলেন। তবে তাঁদের একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়নি বলেই খবর।
আর তাই সলমন অনুরাগীদের একজন লিখেছেন, ‘যা খুশি তাই বলছেন, সলমনের নিশ্চয় আগে প্রদীপ জ্বালানো হয়ে গিয়েছিল।’ কারোর মন্তব্য, ‘সলমনের যদি রাগ থাকত, তাহলে ওই অনুষ্ঠানে সোনুর আসাই বন্ধ করে দিতেন।’ আরও একজন লেখেন, ‘সলমনই সবার আগে প্রদীপ জ্বালিয়েছিলেন, ভুল গুজব ছড়াবেন না’। এমনই নানান মন্তব্যও উঠে এসেছে।