
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুক্রবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সৃজিত মুখোপধ্যায়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। আর সেই খবর জানতেই, কিলবিল সোসাইটির পরিচালকের চিন্তায় হল খারাপ হয় তাঁর সহকর্মী, বন্ধু, অনুরাগীদের। তবে হসপিটাল সূত্রে খবর, এখন তিনি অনেকটাই স্থিতিশীল। কী হয়েছিল তাঁর?
জনা যাচ্ছে, শনিবার সকাল থেকে শুরু হয় নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা। চিকিৎসকেরা আশ্বস্ত করেছেন, এখন ভাল আছেন সৃজিত। রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ সবই সঠিক আছে। সম্ভবত, ‘প্যানিক অ্যাটাক’-এর কারণের আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তবে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। আপাতত কবে ছাড়া হবে, সেটাও জানা যায়নি।
তবে বেশ হাসিমুখেই পাওয়া গেল তাঁকে। ফেসবুকে সৃজিতের ফ্যানপেজের দৌলতে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যাচ্ছে যে, হাসপাতালের বিছানায় শুয়ে হাতে পেন, স্বাক্ষর করার ঠিক আগের মুহূর্ত! প্রশ্ন, সেখানেও কি অটোগ্রাফ দিচ্ছেন নাকি ইন্ডাস্ট্রির ‘ফার্স্ট বয়’?
জানা গিয়েছে যে, শুক্রবার বেশ রাতের দিকে আচমকা শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের। সেই সঙ্গে বুকে হালকা ব্যথাও অনুভব করছিলেন। এরপর তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শনি ও রবিবার কিলবিল নিয়ে হল ভিজিটের কথা থাকলেও, আপাতত তা বাতিল করা হয়েছে। জুন মাস থেকে রাণা সরকারের প্রযোজনায় ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করবেন পরিচালক। একটি নতুন নাটকের মহড়া শুরুরও কথা এর মাঝে।
বাংলার হলে যাকে বলে রমরমিয়ে চলছে এখন কিলবিল সোসাইটি। যা সৃজিতেরই অন্যতম মাস্টারপিস হেমলক সোসাইটির সিক্যুয়েল। অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানি মুখোপাধ্যায় প্রধান চরিত্রে। এছাড়াও আছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেনরা।
প্রসঙ্গত, লহ গৌরাঙ্গের নাম রে সিনেমাতে নাম ভূমিকায় অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। আর বিনোদিনীর ভূমিকায় দেখা মিলবে রাজ ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়র। এছাড়াও রয়েছেন ইশা সাহা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports