২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে হবে অলিম্পিক্স। দ্য গ্রেটেস্ট শো অন আর্থে ফিরতে চলেছে ক্রিকেট প্রায় ১২৮ বছর পর। ফলে অলিম্পিক্স শুরুর বেশ কয়েক বছর আগে থেকেই লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হতে যাওয়া এই অলিম্পিক্সের আসর নিয়ে আলোচনা তুঙ্গে রয়েছে। টি২০ ফরম্যাটে হবে ২০২৮র আসে ক্রিকেটের সোনার পদকের লক্ষ্যে লড়াই। আইসিসির তরফ থেকেও এখন থেকে বিভিন্ন পরিকল্পনা নেওয়া শুরু হয়ে গেছে, সুষ্ঠুভাবে সেখানে ক্রিকেট আয়োজনের জন্য। ঐতিহাসিক পদক্ষেপ, সেকথা বলাই বাহুল্য। ২০২৩ সালের শেষেই জানা গেছিল, যে ক্রিকেটকে সরকারিভাবে অলিম্পিক্সের আসরে আনা হবে। এরপর থেকে দলগুলোও নিজেদের মতো করে পরিকল্পনা শুরু করে দিয়েছে সেখানে খেলতে নামার।
গ্রেট ব্রিটেনের হয়ে খেলবেন বাটলাররা?
আসলে অলিম্পিক্সে ইংরেজ প্রতিনিধিরা গ্রেট ব্রিটেনের হয়ে অংশগ্রহণ করে থাকেন। অ্যান্ডি মারে-অ্যাডাম পিয়েটিদের মতো এবার থেকে অলিম্পিক্সে যখন ক্রিকেটাররা মাঠে নামবেন তখন তাহলে কি ইংল্যান্ডের নাম করে খেলবেন? যেমন বিশ্বকাপে খেলে থাকেন, নাকি গ্রেট ব্রিটেনের নামে খেলবেন, যেমন অলিম্পিক্সে বাকিরা অংশ নেয়, এই প্রশ্নই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
Olympics-র জন্য দুই বোর্ডের কথা শুরু
জানা যাচ্ছে, ইতিমধ্যেই স্কটল্যান্ড বোর্ডের সঙ্গে কথাবার্তা চালানো শুরু করে দিয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। এমনিতে আইসিসি ইভেন্টে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তত্ত্বাবোধানেই ক্রিকেটাররা খেলে থাকে। আর স্কটল্যান্ডের আলাদা ক্রিকেট দল রয়েছে। কিন্তু স্কটিশদের ক্ষেত্রে অলিম্পিক্সে খেলার কোনও সুযোগ থাকছে না আলাদাভাবে। মোট ৬ দল নিয়ে হবে অলিম্পিক্সে প্রতি বিভাগের টি২০ ফরম্যাটের ক্রিকেট। তাই বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই স্কটল্যান্ডের সঙ্গে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড মিলে একটি ব্রিটেন ক্রিকেট বোর্ড তৈরির কথাবার্তা শুরু হয়ে গেছে।
তিন দেশ মিলে গঠিন ইউনাইটেড কিংডম
এই তিন দেশগুলো ইউনাইটেড কিংডমের অংশ, তাঁরা একত্রে গ্রেট ব্রিটেন তৈরি হয়। তাই এই তিন দেশ মিলেই আসন্ন ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে নামতে চলেছে। জানা গেছে, স্কটল্যান্ড বোর্ডের পক্ষ থেকেই ইসিবির কাছে প্রস্তাব দেওয়া হয়েছে,কারণ ব্রিটিশ অলিম্পিক্স অ্যাসোসিয়েশনে প্রয়োজন তিন দেশের প্রতিনিধিদের একত্রিত হওয়া। প্রসঙ্গত পুরুষদের টি২০ ক্রমতালিকায় ইংরেজরা তিন নম্বরে রয়েছে আর মহিলাদের মধ্যে তাঁরা রয়েছে দ্বিতীয় স্থানে।
ফুটবলে গ্রেট ব্রিটেন খেলছে না
এক্ষেত্রে জানিয়ে রাখা দরকার, সাম্প্রতিক সময় ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ড ফুটবল দলের মধ্যে কোনওরকম বোঝাপড়া না হওয়ায় ২০১২ লণ্ডন অলিম্পিক্সের পর থেকে আর দ্যা গ্রেটেস্ট শো অন আর্থে ফুটবল দল পাঠায় না ইউনাইটেড কিংডম বা গ্রেট ব্রিটেন। ফলে ক্রিকেটে সেরকম কিছু না হয়ে যাতে একসঙ্গে দল বানানো যায়, সেটাই চাইছে তিন দেশ।