Salman-Karan: করণ জোহরের মুখ চেয়ে কুছ কুছ হোতা হ্যায় ছবিতে অভিনয়ে রাজি হন সুপারস্টার সলমন। একাধিক তারকা ফিরিয়েছিলেন ক্যামিও চরিত্রের অফার।
করণের ছবিতে সলমন
চলতি সপ্তাহেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসাবে ২৫ বছর পূর্ণ করেছেন করণ জোহর। ১৫ই অক্টোবর ছিল কুছ কুছ হোতা হ্যায়-র রজত জয়ন্তীর সেলিব্রেশন। এই বিশেষদিনে ফ্যানেদের জন্য ছবির বিশেষ স্ক্রিনিং-এর আয়োজন করেছিলেন করণ। হাজির ছিলেন শাহরুখ খান ও রানি মুখোপাধ্যায়। যদিও দেখা মেলেনি ‘অঞ্জলি’ কাজলের। কুছ কুছ হোতা হ্যায় ছবিতে রাহুল-অঞ্জলি-টিনার পাশাপাশি সবার নজর কেড়েছিল অমনের চরিত্র। ক্যামিও রোলেই বাজিমাত করেছিলেন সলমন খান। আরও পড়ুন-জি লে জারা বিশ বাঁও জলে! ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র সিকুয়েলের ইঙ্গিত ফারহানের