বেশকিছুদিন ধরেই চর্চায় রয়েছেন রূপম ইসলাম ও তাঁর গানের শো। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রূপমের একটি ভিডিয়ো। যেখানে অনুরাগীদের উদ্দেশ্যে চিৎকার করতে দেখা যায় রূপমকে। চেঁচিয়ে বলে ওঠেন, ‘আমাকেও তো বাঁচতে হবে…’এরপরই বলে ফেলেন কিছু অশ্রাব্য কথা। খোলসা করে বললে, গালি দিয়ে বসেছিলেন গায়ক। আর তাতেই তাতেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন গায়ক রূপম ইসলাম।
তবে সকলেই যে নিন্দে করেছেন তেমনটাও নয়। কেউ কেউ যেমন গায়কের নিন্দে করলেন, তেমনই আবার বহু অনুরাগী এসে দাঁড়িয়েছেন গায়কের পাশে। আর এবার এবিষয়েই মুখ খুলেছেন রূপমের স্ত্রী রূপসা দাশগুপ্ত।
ঠিক কী বলেছেন গায়কের স্ত্রী?
রূপসা দাশগুপ্ত জানিয়েছেন, রূপম ইসলাম কল্যাণীতে শো করতে গিয়েছিলেন। সেখানকার একটা অপ্রীতিকর ঘটনায় তোলপাড় হয় সমাজমাধ্যম। টানা আড়াইঘণ্টা শো করে বিশ্রাম নিতে যাচ্ছিলেন শিল্পী। সেসময় পিছন থেকে কিছু অনুরাগী তাঁকে ডাকেন। ক্রমাগত সেলফির অনুরোধ করতে থাকেন। একটা সময় দরজা ঠেলে আবাসনের মধ্যে ঢুকে পড়েছিলেন কিছুলোকজন। নিষেধ করার পরও কাজ হয়নি, কে কার কথা শোনে! আর তখনই রূপম রেগে যান। গায়কের স্ত্রী রূপসা নিজেও ওই অনুরাগীদের বোঝানোর চেষ্টা করেছিলেন বলে জানান।
আরও পড়ুন-আধিভৌতিক, তন্ত্রভিত্তিক বিষয় নিয়ে 'পরাশরের ডায়েরি' লিখেছেন, এগুলিতে নিজে বিশ্বাস করেন? কী বললেন সব্যসাচী