ছবি তুলতে আসা ভক্তদের দিকে তাকিয়ে রূপমের গালাগালি করার ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই ভাইরাল। মিশ্র প্রতিক্রিয়া গায়কের ভক্তদের। নিন্দে তো হয়েছেই, সঙ্গে অনেকে পাশেও দাঁড়িয়েছেন।
ছবি তুলতে চাওয়ায় মেজাজ হারালেন রূপম ইসলাম।
কদিন ধরেই রূপম ইসলামের শো চলাকালীন অনুষ্ঠানস্থলে অনিয়ন্ত্রিত ভিড়, পুলিশের লাঠি চালানোর মতো ঘটনা বারবার আসছে খবরে। এবার এসবের মাঝেই ভাইরাল হল একটি ভিডিয়ো। যা নিয়ে এখন তুমুল চর্চা সোশ্যালে। কেউ কেউ যেমন গায়কের নিন্দে করলেন, তেমনই আবার বহু অনুরাগী এসে দাঁড়ালেন গায়কের পাশে।
ভিডিয়োতে কালো জ্যাকেট পরে অনুষ্ঠান শেষে ফিরছেন রূপম। চোখেমুখে ক্লান্তি। গায়কের সঙ্গে রয়েছে তাঁর টিমও। হঠাৎ দেখা গেল, পিছন থেকে রূপমকে ডাকতে শুরু করলেন কিছু অনুরাগী। করতে থাকলেন ফোটো আর সেলফি তোলার আবদার। এমনকী আবাসনে ঢোকার পরেও পিছু ছাড়ে না তাঁরা।