
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
'সিংঘম এগেইন'-এর ক্লাইম্যাক্সের দৃশ্য নাকি হঠাৎই বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শেট্টি। একটি সূত্রকে উদ্ধৃত করে মিড-ডে রিপোর্টে বলা হয়েছে, রোহিত নিশ্চিত করছেন যে দর্শকদের প্রত্যাশার কথা মাথায় রেখেই নাকি এই লাস্ট মিনিট সংযোজন।
রোহিত ভিলে পার্লের গোল্ডেন টোব্যাকো কারখানায় সিংঘম এগেইনের অতিরিক্ত দৃশ্যের শুটিং করছেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি দীপাবলিতে মুক্তি বলে পোস্ট প্রোডাকশনের কাজও চলছে জোর কদমে। একটি সূত্র দ্য পোর্টালকে জানিয়েছে, ‘রোহিত সেকেন্ডারি কাস্টের সঙ্গে শুটিং করছেন এবং ক্লাইম্যাক্সের এই পরিবর্তন শেষ মুহূর্তে ঢুকিয়েছেন। বেশ নাটকীয় হতে চলেছে এটি। অনেকগুলি চরিত্র রাক্ষসের পোশাক পরেছিল, বেশ একটা ফোক বেসড টুইস্ট এসেছে তাতে।’
জানা গিয়েছে, শুটিংয়ের প্রথম দিনে ভিলে পার্লের সেটে প্রায় ৫০০ মানুষের ভিড় হয়েছিল। আগামী কয়েকদিনের মধ্যেই অজয় (বাজিরাও সিংঘমের চরিত্রে অভিনয় করা বাজিরাও সিংহাম) শুটিংয়ে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। দৃশ্যটির শ্যুটের জন্য একটি বিশাল ভিড়ের প্রয়োজন ছিল। তাই প্রযোজনা দলের পক্ষ থেকে ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজনকেও অন্তর্ভুক্ত করা হয়। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত সিনেমাটির শুটিং চলবে বলে আশা করা হচ্ছে।
রোহিত শেট্টির কপ ইউনিভার্সের পঞ্চম কিস্তি এবং সিংঘম রিটার্নস (২০১৪) এর সিক্যুয়েল। ছবিতে অজয়ের পাশাপাশি অভিনয় করেছেন অক্ষয় (যিনি এর আগে রোহিতের ২০২১ সালের ছবি সূর্যবংশীতে অভিনয় করেছিলেন), রণবীর (যিনি ২০১৮ সালের সিনেমা সিম্বা-তে ছিলেন), করিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ এবং অর্জুন কাপুর। জ্যাকি শ্রফ, শ্বেতা তিওয়ারি, দয়ানন্দ শেট্টি, সিদ্ধার্থ যাদব এবং আশুতোষ রানা অ্যাকশন ছবিতে অভিনয় করেছেন।
আরও পড়ুন: ‘কাসভের ফাঁসির ৫ বছর লেগেছিল’! আরজি কর নিয়ে রবিবারও রাজপথে কৌশিক, ‘তথ্যপ্রমাণ লোপাটের যে চেষ্টা…’
সিংঘম এগেইন ২০২৪ সালের দিওয়ালি উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে সিংহাম ৩ শিরোনামে ঘোষণা করা হয়েছিল এবং ২০২২ সালের ডিসেম্বরে অফিসিয়াল নাম ঘোষণা করা হয়েছিল।
৳7,777 IPL 2025 Sports Bonus