Rohaan on Angana: তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। সেই সময় থেকেই তাঁদের রসায়ন নজর কাড়ে দর্শকদের। কানাঘুষোয় শোনা যেতে থাকে তাঁরা নাকি প্রেম করছেন। যদিও নিজেদের প্রিয় বন্ধু বলেই পরিচয় দেন তাঁরা। আর এদিন অঙ্গনা রায়ের জন্মদিনে আদুরে শুভেচ্ছা বার্তায় কী লিখলেন রোহন?