ছোট পর্দার অতি পরিচিত মুখ রিয়া গঙ্গোপাধ্যায়। একাধিক ধারাবাহিকে নানা চরিত্রে অভিনেত্রীকে নজর কাড়তে দেখা গিয়েছে। রিয়া এক সময় জানিয়েছিলেন তিনি স্বামী অরিন্দম চক্রবর্তীর থেকে বিবাহ বিচ্ছেদ চান। অরিন্দমের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন। একাধিক নারী সঙ্গের অভিযোগ ওঠে পরিচালকের নামে। তারপর মানসিক চাপ সামলে নিজের মতো করে দু’সন্তানকে নিয়ে জীবনকে গুছিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ফের বুধবার অরিন্দম প্রসঙ্গে স্যোশাল মিডিয়ায় চোখে পড়ে রিয়ার বিস্ফোরক পোস্ট।
আরও পড়ুন: 'বিগ বস'-এর নতুন সিজনের জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান? দেখে নিন
কী লিখেছেন নায়িকা?
তিনি লেখেন, ‘আইনত এখনও বিবাহিত ও দুই বাচ্চার বাবা হওয়া সত্ত্বেও ( মিস্টার অরিন্দম চক্রবর্তী) নিজের বাড়িতে র*ক্ষি*ত*টাকে এনে কি রাখা যায়, আমাদের ভারতীয় আইন কি বলে? সেখানে বাড়ির লোকের (শ্বশুর) পূর্ণ সমর্থন রয়েছে।’
তারপরই প্রশাসনের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে নায়িকা লেখেন, ‘নাকি শুধুই উচ্চপদস্থ সরকারি অফিসার বলে, মোটা মাইনে ছাড়া ও এক্সট্রা ইনকাম আছে বলে ভারতীয় সংবিধান কেও উপেক্ষা করা যায়? আর সরকারি চাকরি করে কীভাবে সে ছবি বা ওয়েব সিরিজের পরিচালক হিসাবে কাজ করে?’
এরপর অনুরাগীদের নায়িকা অনুরোধ করেন যে, ‘এত শেয়ার হোক যাতে প্রশাসন পর্যন্ত পৌঁছায়।’
নায়িকার এই পোস্ট দেখেও নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। একজন লেখেন, ‘এরা সবই করতে পারে দিদি। এদের কোনও মান সম্মান, পাপ পুন্য বোধ কাজ করে না।উল্টে এমন একটা ভাব করবে যেন নিজেরাই ভিকটিম। নিজে ভুক্তভুগী, তাই এগুলো খুব ভালোভাবে অনুভব করতে পারছি।’ আর একজন লেখেন, ‘কোনও সুস্থ মানুষ এমন কাজ করে না, যে এইসব করছে সে নিজে অসুস্থ, এবং তার সঙ্গে জড়িত বাকিদেরকে অসুস্থ করে দেওয়ার জন্যই তিনি পৃথিবীতে এসেছেন (এই সবকিছুর মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাচ্চা দুটোর জীবন)।’ একজন লিখেছেন, ‘খুবই দুর্ভাগ্যজনক...... এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে।’ আবার বেশ কিছু অনুরাগী নায়িকাকে ডিভোর্সের পরামর্শ দিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৩ সালে গাঁটছড়া বাঁধেন অরিন্দম-রিয়া। তাঁদের দুটো সন্তানও আছে। যমজ সন্তানের জন্মের কয়েক সপ্তাহ পর থেকেই তাঁরা আলাদা থাকতে শুরু করেন বলেও এক সময় জানিয়েছিলেন অভিনেত্রী।