কমেডিয়ান-অভিনেতা বীর দাস সম্প্রতি ঋষি কাপুরকে নিয়ে একটি স্মৃতি ভাগ করে নিয়েছেন। সেই সময়ের কথা শেয়ার করেছেন, যখন তাঁর সামনেই অভিনেতা ঋষি কাপুর ও নীতু কাপুর একে-অপরের সঙ্গে ঝগড়া শুরু করেছিলেন, তাও আবার কেক নিয়ে। বীর আরও জানান যে, ঝগড়ার পর ঋষি তাঁর আসন থেকে উঠে তাঁর পাশে বসতে চলে আসেন পিছনের সিটে।
বীর সম্প্রতি সাক্ষী শিবদাসানী এবং নয়না ভানের পডকাস্ট ‘মোমেন্ট অফ সাইলেন্সে’ যোগ দিয়েছিলেন, যেখানে তিনি ঋষি কাপুরের সঙ্গে ফ্লাইটে তাঁর দেখা হওয়ার কথা স্মরণ করেন। তিনি নমস্তে লন্ডন সিনেমায় ঋষির সঙ্গে কাজ করেছিলেন।
ঋষি কাপুরের সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের কথা স্মরণ করেছেন, যেখানে অভিনেতা তাকে 'কুল গাই' বলে ডেকেছিলেন। কমেডিয়ান জানান যে, ঋষি কাপুর তাঁর নাম জিজ্ঞাসা করেছিলেন, এবং বীর নিজেকে পরিচয় করানোর পর, ঋষি কাপুর তাঁকে হাত মেলানোর জন্য বলেছিলেন। বীর রসিকতার সঙ্গে এই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, ঋষি কাপুরের সঙ্গে হাত মেলানো তাঁকে সিনেমার একজন নায়িকার মতো অনুভব করিয়েছিল। ঋষি কাপুর এরপর বীরের অভিনয়েরও প্রশংসা করেছিলেন।
এর পাঁচ বছর পর ফ্লাইটে ফের বীরের সঙ্গে দেখা হয়েছিল বীরের। অভিনেতা-কমেডিয়ান বলেন, ‘আমি ফ্লাইটের পেছনে আছি, এবং ফ্লাইটের সামনে আমি বিজনেস ক্লাসে এক দম্পতির মধ্যে কিছু কথা কাটাকাটি শুনছি। ‘তুমি কেক খেতে পারো না।’ ‘আমি কেক খেতে চাই।’ ‘তুমি কেক খাওয়ার অনুমতি পাবে না। ডাক্তার বলেছেন কেক না।’ ‘আমি রেড ভেলভেট কেক চাই। কী হচ্ছে?’তারপর, ঋষি কাপুর উঠে দাঁড়ান…’
বীর আরও বর্ণনা করে বলেন, ‘এরপর আমাকে দেখে ঋষিজি বলেন, 'আরে বীর'। তারপর তিনি আমার পাশে এসে বসেন। তিনি জানতে চান, আমি আমার কেকটি খাব কি না! এরপর তিনি আমার কেকটা খেয়ে ফেলেন।’
ঋষি এবং নীতু সম্পর্কে:
ঋষি এবং নীতু কাপুর ১৯৮০ সালের ২২ জানুয়ারী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তান রয়েছে- ঋদ্ধিমা কাপুর সাহনি এবং রণবীর কাপুর। ১৯৭০ এবং ১৯৮০-এর দশকে, এই দম্পতি একসঙ্গে বেশ কয়েকটি হিট সিনেমায় অভিনয় করেছিলেন, যেমন অমর আকবার অ্যান্টনি, খেল খেল ম্যায়, রফু চাক্কার, কব্বি কব্বি, বেশরম।তাদের অন-স্ক্রিন এবং অফ-স্ক্রিন রোমান্স দিয়ে সেই প্রজন্মকে অনুপ্রাণিত করেছিলেন ঋষি।
অভিনেতা ৬৭ বছর বয়সে লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ৩০ এপ্রিল মারা যান। ঋষির শেষ সিনেমা ছিল শর্মাজি নমকিন (২০২২), যা মরণোত্তর মুক্তি পেয়েছে। তিনি শ্যুটিং সম্পূর্ণ করতে না পারায়, পরেশ রাওয়াল তাঁর অংশগুলির কাজ শেষ করেন।