Jio World Plaza event: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, দীপিকার গালে চুমু খাচ্ছেন রণবীর। বলিউডের এই তারকা দম্পতির পিডিএ হামেশাই নজর কাড়ে নেটিজেনদের।
দীপিকার গালে চুমু খেলেন রণবীর
মুম্বইয়ে জিও ওয়ার্ল্ড প্লাজার গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি এ দিন স্বাগত জানিয়েছেন বলিউড তারকাদের।
মুম্বইয়ে জিও ওয়ার্ল্ড প্লাজার গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রণবীর-দীপিকার পাশাপাশি করিনা কাপুর খান, ক্যাটরিনা কাইফ এবং সোনম কাপুর থেকে শুরু করে জাহ্নবী কাপুর এবং সারা আলি খান সহ বলিউডের আরও অনেক তারকা। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, দীপিকার গালে চুমু খাচ্ছেন রণবীর। আরও পড়ুন: এই খাবারের থালিতে দেখা যাচ্ছে এক ভারতীয় ক্রিকেটার মুখ! বলুন তো কে
রণবীর ও দীপিকার পিডিএ
বলিউডের এই তারকা দম্পতির পিডিএ হামেশাই নজর কাড়ে নেটিজেনদের। জিও ওয়ার্ল্ড প্লাজা থেকে বেরিয়ে আসার সময় রণবীর এবং দীপিকার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, গাড়ির জন্য অপেক্ষা করছিলেন দীপিকা এবং রণবীর। নীতা আম্বানি তাঁদের সঙ্গে গল্প করছেন হাসিমুখে। রিলায়েন্স রিটেলের মাথা ইশা আম্বানিরও দেখা মিলেছে এই ভিডিয়োতে। কালো ল্যাটেক্স পোশাক পরেছিলেন দীপিকা। কালো বোতাম ছাড়া শার্ট পরেছিলেন রণবীর।