বিপদ যেন পিছু ছাড়ছে না দক্ষিণী তারকাদের। ‘পুষ্পা-২’ প্রিমিয়ারের কালো ছায়া এবার 'গেম চেঞ্চার'-এর প্রিমিয়ারেও। প্রিমিয়ারে শো দেখতে এসে প্রাণ গেল দুই অনুরাগীর। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে।
এর আগে আল্লু অর্জুনের 'পুষ্পা: দ্য রুল'-এর প্রিমিয়ারে এসে প্রাণ গিয়েছিল ১ মহিলার, জখম হয়েছিল ৮ বছরের ছেলে। সেদিন হায়দরাবাদের ওই সিনেমাহলে উপস্থিত ছিলেন খোদ আল্লু অর্জুন। আর তাই অভিযোগের আঙুল ওঠে তাঁর দিকেই। ঘটনায় ক্ষতিপূরণ ও নাবালক যুবকের চিকিৎসার ভার নেওয়ার দাবি তোলা হয়। এমনকি নায়কের বিরুদ্ধে মামলাও হয়। আপাতত আল্লু অর্জুন অবশ্য জামিনে মুক্ত।
পুষ্পা-২এর সেই ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে শনিবার অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে ছিল 'গেম চেঞ্চার'-এর প্রিমিয়ার। আর সেখানে ছবির নায়ক রামচরণের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। সেই অনুষ্ঠান থেকে ফেরার পথে মৃত্যু হয় নায়কের দুই অনুরাগীর। বাইকে বাড়ি ফেরার পথে তাঁদের ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা গাড়ি।
জানা যাচ্ছে ‘গেম চেঞ্চার’-এর প্রযোজক দিল রাজু দুই মৃতের পরিবারকে ৫ লক্ষ করে মোট ১০ লক্ষ টাকা দিয়েছেন। সোমবার প্রযোজনা সংস্থার তরফে এই ঘোষণা করা হয়। রাজু বলেন , ‘এমন খুশির মুহূর্তে এধরনের ঘটনা খুবই দুঃখজনক। যেভাবে সম্ভব ওদের পরিবারের পাশে থাকব। শুরুতে ওদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দিলাম। ওদের পরিবারে প্রতি সমবেদনা রইল।’
জানা যাচ্ছে, ঘটনায় ছবির প্রযোজন ছাড়া অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণও দুই পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছেন। অন্যদিকে অভিনেতা রামচরণও মৃতার পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য় করেছেন। ঘটনা প্রসঙ্গে রামচরণ বলেন, 'আমি এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। আমf সবসময় অনুরাগীদের নিরাপদে বাড়ি ফেরার পরামর্শ দিই। এই ঘটনায় আমি কষ্ট পেয়েছি। মৃতের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর তাঁদের শক্তি দিন। আমরা তাঁদের পাশে দাঁড়াব এবং প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদান করব।
এদিকে পবন কল্যাণের দাবি, যে রাস্তায় এই দুর্ঘটনা ঘটেছে, সেখানকার রাস্তা বিগত ৫ বছর ধরে খারাপ। এর জন্য বিগত সরকারের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ এনেছেন তিনি। এদিকে আগামী ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে রামচরণ-এর 'গেম চেঞ্চার'। সেখানে তাঁর বিপরীতে দেখা যাবে কিয়ারাকে।