বাংলা নিউজ > বায়োস্কোপ > Rakhi Sawant's mother dies: মায়ের মৃত্যুর পর অঝোরে কেঁদে চলেছেন রাখি, শোকস্তব্ধ জ্যাকি শ্রফ, আলি গোনিরা
পরবর্তী খবর
Rakhi Sawant's mother dies: মায়ের মৃত্যুর পর অঝোরে কেঁদে চলেছেন রাখি, শোকস্তব্ধ জ্যাকি শ্রফ, আলি গোনিরা
1 মিনিটে পড়ুন Updated: 29 Jan 2023, 09:54 AM ISTPriyanka Bose
Rakhi Sawant's mother dies: মায়ের মৃত্যুর পর নেটমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন রাখি। সেখানে দেখা গিয়েছে, মৃত্যু শয্যায় তাঁর মা। হাসপাতালে বিছানায় শুয়ে। চিকিৎসা চলছে। মায়ের পায়ের সামনে মেঝেতে বসে অঝোরে কেঁদেই চলেছেন তিনি। ক্য়াপশনে লেখেন, ‘মাথার উপর থেকে মায়ের হাত আজ উঠে গেল'।
মাতৃহারা রাখি সাওয়ান্ত
মাতৃহারা অভিনেত্রী তথা রিয়ালিটি শো স্টার রাখি সাওয়ান্ত। শনিবার চলে গেলেন রাখির মা জয়া সাওয়ান্ত। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রীর মা। পরে ধরা পড়ে ব্রেন টিউমার। মুম্বইয়ে টাটা ক্যানসার হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই মৃত্যু হয় তাঁর।
গত কয়েকদিন ধরে রাখির মায়ের অবস্থা বেশ খারাপ ছিল। বেশ কয়েকদিন ধরেই হাসপাতাল থেকে অসুস্থ মায়ের ভিডিয়ো শেয়ার করে অনুরাগীদের প্রার্থনা করতে বলছিলেন রাখি, তবে শেষরক্ষা হল না। ইনস্টাগ্রামে এক বিবৃতিতে রাখি জানিয়েছেন, রবিবার শেষকৃত্য সম্পন্ন হবে। জ্যাকি শ্রফ, মান্য়তা দত্ত, আলি গোনি, রেশমি দেশাইয়ের মতো অনেক সেলিব্রিটি রাখি এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মায়ের মৃত্যুর পর নেটমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন রাখি। সেখানে দেখা গিয়েছে, মৃত্যু শয্যায় তাঁর মা। হাসপাতালে বিছানায় শুয়ে। চিকিৎসা চলছে। মায়ের পায়ের সামনে মেঝেতে বসে অঝোরে কেঁদেই চলেছেন তিনি। ক্য়াপশনে লেখেন, ‘মাথার উপর থেকে মায়ের হাত আজ উঠে গেল। আমার কাছে আর হারানোর মতো কিছুই নেই। তোমাকে ভালোবাসি মা। তোমাকে ছাড়া কিছুই নেই মা। এবার কে আমার ডাক শুনবে, আমাকে গলা জড়িয়ে ধরবে। কোথায় যাবো, কী করব, তোমাকে মিস করই আই’।