রবিবার ছিল তন্বী লাহা রায়ের জন্মদিন। নিজের মতো করেই সমুদ্রে কাটিয়েছেন এই বিশেষ দিনটি। তাঁর উদযাপনের ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন নায়িকা। তাছাড়াও সমাজমাধ্যমে তাঁর সহকর্মীরা নায়িকাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু রাজদীপ গুপ্তর পক্ষ থেকে নায়িকার জন্মদিনের কোনও পোস্ট প্রকাশ্যে আসেনি। একটা সময় তাঁরা নিজেরাই তাঁদের সম্পর্কের কথা স্যোশাল মিডিয়ায় ভক্তদের জানিয়েছিলেন। তবে চলতি বছরেই অবশ্য শোনা যায় ভাঙনের গুঞ্জন। যদি তা নিয়ে এখনও পর্যন্ত কাউকেই খোলাখুলি কথা বলতে দেখা যায়নি। তবে তন্বীর জন্মদিনের রাজদীপ কোনও পোস্ট না করে এই যে চর্চাকে আরও খানিকটা উস্কে দিল তা তো বলাই বাহুল্য।
আরও পড়ুন: বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট পাচ্ছেন শ্রাবন্তী? নায়িকা বললেন ‘খুব উত্তেজিত…’
রবিবার সারাদিন জুড়ে তন্বীকে তাঁর সহকর্মীরা নানা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন। এমনকী রবিবার রাতে নায়িকা নিজেও তাঁর জন্মদিনের উদযাপনের একটি ছবি ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সেখানে লাল বিকিনিতে ধরা দেন নায়িকা, তাঁর চোখে ছিল সানগ্লাস, হাতে একরাশ ব্যান্ড পরেছিলেন তিনি। খোলা চুলে সমুদ্রের নীল জলে ঢেউয়ের মাঝে বসে ছিলেন। তাঁর পাশেই রাখা ছিল কেক। সেই কেকের উপর সাদা ও লালের ছোঁয়া মাখা একগুচ্ছ বাতি সাজানো ছিল।
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলের শেষ দিকে তন্বী এমন কিছু পোস্ট করেন বা পোস্টের ক্যাপশনে দিতে শুরু করেন যা দেখে নেটিজেনরা মনে করেন। তাঁদের মধ্যে নিশ্চয়ই কোনও সমস্যা তৈরি হয়েছে। তাঁর সেই সব পোস্ট দেখে অনুরাগীরা অনুমান করেন তাঁদের সম্পর্ক মনে হয় ভেঙেছে। কিন্তু সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তন্বী বা রাজদীপ নিজেরা কেউই এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে কিছু জানাননি।
আরও পড়ুন: মমতার গান এবার 'চিরসখা'য়! কমলিনী-স্বতন্ত্রদের হাসি-কান্নার সঙ্গী মুখ্যমন্ত্রীর সুর
উল্লেখ্য, রাজদীপ এর আগে একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে ছিলেন। তন্বী লাহা রায়ও এর আগে একটি সম্পর্কে ছিলেন। তাঁরা কেউই কখনও নিজেদের কোনও সম্পর্ক নিয়ে বিশেষ রাখঢাক করেননি।
কাজের সূত্রে, বর্তমানে তন্বী লাহা রায়কে জি বাংলার নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ 'মীরা'র চরিত্রে দেখা যাচ্ছে। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায় এবং জিতু কমল। অন্যদিকে, রাজদীপকে দেখা যাচ্ছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবাণী’তে।