রাজ ও ডিকে জুটি-খ্যাত চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু আজকাল সামান্থা রুঠ প্রভু-র সঙ্গে প্রেম করছেন, এমনই খবর চারদিকে। এমনকী, রাজের সঙ্গে ছবি শেয়ার করতে, কোনো দ্বিধাও নেই সামান্থার মধ্যে। নতুন একটি পোস্টে, অভিনেত্রী মিশিগানের ডেট্রয়েটে তাঁর ভ্রমণের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। সেখানেও রাজের উপস্থিতি একাধিকের বেশি ছবিটি। যা আরও একবার তাঁদের সম্পর্কের গুঞ্জনকে আরও বাড়িয়ে তুলেছে।
আর এবার লেখিকা শ্যামলি দে ফের একবার করলেন ইঙ্গিতবাহী পোস্ট। ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করলেন, যাতে লেখা, ‘Been there. Done that’। অর্থাৎ, ‘ওখানে ছিলাম। এগুলো করেওছি’।
আরেকটি পোস্ট ধর্ম নিয়ে। যেখানে অর্জুন প্রশ্ন করেন, ‘জয় বা পরাজয় না হলে কী আসে যায়?’ উত্তরে কৃষ্ণ বলেছিলেন, ‘ধর্মই গুরুত্বপূর্ণ’। আরেকটি ছবিতে লেখা, 'জীবনের মহান সুবর্ণ নিয়ম', সঙ্গে কিছু করণীয় জিনিসর তালিকা।

রাজ-সামান্থা মিশিগানে ছিলেন, যেখানে তাঁরা তেলুগু অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা (টিএএনএ) ২০২৫ সংস্করণে অংশ নিয়েছিলেন। একটি ছবিতে রাজ নিদিমোরু স্নেহের সঙ্গে সামান্থাকে জড়িয়ে ধরেছিলেন, যখন তারা পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন।
দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, সামান্থা ও রাজ নিদিমোরু একটি রেস্তোরাঁয় পাশাপাশি বসে বন্ধুদের সঙ্গে খাবার খাচ্ছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'ডেট্রয়েট (হার্ট অ্যান্ড ইভিল আই ইমোজি)'।
ওয়েব সিরিজ 'দ্য ফ্যামিলি ম্যান' ও 'সিটাডেল: হানি বানি'-তে একসঙ্গে কাজ করেছেন রাজ ও সামান্থা। যদিও কোনও পক্ষই ডেটিং-চর্চার সত্যতা স্বীকার বা অস্বীকার করেনি, তবে তাদের প্রায়শই একসঙ্গে দেখা যায় আজকাল।
এদিকে, রাজ বর্তমানে বিবাহিত। তিনি ২০১৫ সালে বিয়ে করেছেন লেখিকা শ্যামালি দে-কে এবং তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। সামান্থা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তবে ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। অভিনেত্রী সম্প্রতি তার প্রযোজনা সংস্থা ত্রালালা মুভিং পিকচার্স চালু করেছেন। শুভম তার প্রযোজিত প্রথম সিনেমা।