অভিনেতা সামান্থা রুথ প্রভু এবং চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু-র প্রেমচর্চা নিয়ে উত্তাল চারদিক। বিশেষ করে বিবাহিত রাজের সঙ্গে সামান্থাকে আজকাল হামেশাই দেখা যাচ্ছে। বুধবার মুম্বইয়ে একসঙ্গে দেখা গেল সামান্থা ও রাজকে। তবে বিষয়টি আরও বেশি লোকের চোখ টানে, যখন রাজ সামান্থাকে নিয়ে গাড়িতে ওঠার সময়, সামনে জড়ো হওয়া পাপারাজ্জিদের দিকে বিরক্তি মাখানো শীতল দৃষ্টি দেন। বোঝা যায়, এভাবে ক্যামেরাবন্দি হওয়াতে কতটা অস্বস্তিতে তিনি।
সোশ্যাল মিডিয়ায় তাঁদের আউটিংয়ের একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। একটি ক্লিপে দেখা যাচ্ছে যে, রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসছেন তাঁরা। সামান্থার মুখ বেশ হাসিখুশি ছিল। ক্যামেরা দেখে বিচলিত না হয়েই, সোজা গাড়িতে গিয়ে উঠে যান সামান্থা। অন্য দিকে, রাজ যিনি পরে রেস্তোরাঁ থেকে বের হন, তিনি মিডিয়াকে দেখে কার্যত বিরক্ত হন। এমনকী গাড়ির কাঁচ দিয়ে কটমট করে তাকিয়ে ভয় দেখাতেও দেখা গেল রাজকে।
আর রাজের এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই, মজার মজার মন্তব্যে ভরে গিয়েছে। একজন লেখেন, ‘বিবাহিত পুরুষ যখন প্রেম করতে গিয়ে ধরা পড়ে…’! আরেকজ লেখেন, ‘প্রেম করবে খুল্লামখুল্লা! কেউ ক্যামেরা করলে দোষ। নট ফেয়ার সামান্থা। তোমার থেকে আশা করিনি’। তৃতীয়জন লেখেন, ‘সামন্থা সত্যিই কি এই বিবাহিত লোকটার সঙ্গে প্রেম করছে? আর ছেলে পেল না?’
সামান্থা ও রাজ সম্পর্কে:
ওয়েব সিরিজ 'দ্য ফ্যামিলি ম্যান' ও 'সিটাডেল: হানি বানি'-তে একসঙ্গে কাজ করেন রাজ। সামান্থা এবং রাজকে ঘিরে রোমান্সের গুজব গতি পেয়েছিল যখন তাঁরা প্রায়শই ইনস্টাগ্রামে একসঙ্গে ছবি শেয়ার করতেন। যা তাদের সম্পর্কের জল্পনা বাড়িয়ে তুলেছিল। যদিও কোনও পক্ষই এই গুজবের সত্যতা স্বীকার বা অস্বীকার করেননি। এই মুহূর্তে তাঁর একসঙ্গে কাজ করছেন রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম-এ।
এদিকে দক্ষিণের এই নামি পরিচালক রাজ অবশ্য শ্যামালি দে'র সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ। এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে। অন্য দিকে, সামান্থা নাগা চৈতন্যেকে বিয়ে করেছিলেন। তবে ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। ডিকে-র সঙ্গে রাজ ব্যস্ত রয়েছেন 'দ্য ফ্যামিলি ম্যান'-এর তৃতীয় সিজন নিয়ে, যেখানে শ্রীকান্ত তিওয়ারির ভূমিকায় মনোজ বাজপেয়ীকে ফিরিয়ে আনা হবে।