মৃত্যু যে কোথায় কখন ওৎ পেতে থাকে বলা মুশকিল। কীভাবে যে একটা মানুষ বেঁচে থাকতে থাকতেই আচমকা নেই হয়ে যাবে বোঝা দায়! আর সেই কথাই যেন আরও একবার এই সদ্য ভাইরাল হওয়া ভিডিয়ো মনে করিয়ে দিল। ছেলের সঙ্গে গরবা নাচতে নাচতে মৃত্যুর মুখে ঢলে পড়লেন পুনের জনপ্রিয় গরবা কিং অশোক মালি।
আরও পড়ুন: 'একাধিক কারণেই...' হঠাৎ আশ্বিনে বিয়ে কেন? কারণ খোলসা করলেন রূপসা, কবে যাচ্ছেন হানিমুনে?
কী ঘটেছে?
এদিন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পুনের অন্যতম জনপ্রিয় গরবা নৃত্যশিল্পী, যাঁকে গরবা কিংও বলা হয় সেই অশোক মালি তাঁর ছেলের সঙ্গে একটি নবরাত্রির অনুষ্ঠানে নাচ করছেন। আর নাচ করতে করতেই আচমকাই তিনি সেখানেই মুখ থুবড়ে পড়ে যান। পরে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে তৎক্ষণাৎ।
আরও পড়ুন: চার্জশিট - সূত্রের খবরের ফারাক জানেন না কিঞ্জল! 'ডাক্তারবাবু'কে পড়াশোনা করার 'পরামর্শ' TMCP নেত্রীর
নবরাত্রি শুরু হয়ে গিয়েছে। ফলে চারিদিকে এখন উৎসবের আমেজ। নবরাত্রি মানে গরবা নাচ হবেই। আর তেমনই উৎসব, আনন্দের দিনে এমন ঘটনা ঘটায় অনেকেই স্তম্ভিত হয়ে গিয়েছেন। অশোক মালির মৃত্যুর মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সেটা নিমেষে ভাইরাল হয়েছে।
মৃত্যুকালে অশোক মালির ৫০ বছর বয়স হয়েছিল। এদিন তাঁর হার্ট অ্যাটাক হতেই তাঁকে কাছের একটি হাসপাতালে নয় যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে যেতেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছেন স্থানীয়রা, হারিয়েছে আনন্দের মেজাজ।
আরও পড়ুন: 'হাত ভর্তি...' কোলে ছেলে, কাঁধে ভাইপো! অগস্ত্যর স্কুলের অনুষ্ঠানে গিয়ে কী কাণ্ড ঘটালেন হার্দিক?
আরও পড়ুন: পুলিশ - ডাকাতের ইঁদুর - বিড়ালের দৌড়ে আবিরকে ছাপিয়ে গেলেন 'বহুরূপী' শিবপ্রসাদ! কেমন হল ছবি