সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবি ‘স্পিরিট’ ছেড়ে দীপিকার বেরিয়ে যাওয়ার পরেই বহু প্রশ্ন উঠেছিল নেটপাড়ায়। পরিচালক এবং অভিনেত্রীর মধ্যে একাধিক মনোমালিন্যের মধ্যে অন্যতম ছিল নির্দিষ্ট সময়সূচির মধ্যে কাজ শেষ করে দেওয়া। দীপিকা চেয়েছিলেন প্রতিদিন ৮ ঘন্টার শিফটে কাজ করতে, যা মানতে নারাজ ছিলেন পরিচালক।
সন্দীপ এবং দীপিকার এই বিতর্ক সামনে উঠে আসতেই একাধিক পরিচালক এবং অভিনেতা-অভিনেত্রী দীপিকার সমর্থনে মুখ খোলেন। অনেকে বলেন, একজন অভিনেত্রী যদি ৮ ঘন্টার বেশি কাজ না করতে চান, সেক্ষেত্রে তাকে কেউ জোর করতে পারেন না। কাজের পাশাপাশি পরিবারকেও সমান গুরুত্ব দেওয়া উচিত বলেও মনে করেন সকলে।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
দীপিকার এই বিষয় নিয়ে শুধু বলিউড নয়, উত্তাল হয়েছিল টলিউডও। এবার দীপিকার হয়ে মুখ খুললেন বাঙালি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। খুব সম্প্রতি প্রিয়াঙ্কা অভিনীত মৃগয়া মুক্তি পেয়েছে বড় পর্দায়, যা ইতিমধ্যেই ভীষণ প্রশংসিত হয়েছে।
সিনেমা প্রসঙ্গে একাধিক বাক্যালাপ করতে গিয়ে উঠে আসে দীপিকার প্রসঙ্গ। সম্প্রতি Zee 24 ঘন্টার সঙ্গে সাক্ষাৎকারে ৮ ঘন্টার শিফটে কাজ করার প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘কেউ যদি সেই জায়গায় পৌঁছে যান তাহলে অবশ্যই এ কথা বলতেই পারেন। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। এই বিষয়টি নিয়ে এত জলঘোলা করার কোনও প্রয়োজন ছিল না।’
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
প্রিয়াঙ্কা আরও বলেন, ‘শুধু ৮ ঘণ্টা কেন, আমরা ২২, ২৪, ৪৮ ঘন্টার শিফটেও কাজ করেছি। বলা ভালো, করতে বাধ্য হয়েছি। অনেক সিনিয়র শিল্পীরা রয়েছেন যারা একসময় সারাদিন কাজ করতেন। এখন ফেডারেশন পদক্ষেপ নিয়েছেন বলে সেই কাজের সময় কমে গিয়েছে। আমরা কিছুটা সুবিধা পেয়েছি।’
সবশেষে তিনি বলেন, ‘তবে হ্যাঁ, কেউ যদি মনে করেন যে তিনি ৮ ঘণ্টার মধ্যে নিজের বেস্ট পারফরম্যান্স দিতে পারবেন তাহলে তাতে আপত্তি জানানোর কিছু নেই। এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত।’