কিছুদিন আগেই বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন পৃথা চক্রবর্তী ওরফে সঞ্চারী চক্রবর্তী। যদিও প্রথমে সেটাকে 'প্র্যাঙ্ক' বলে দাবি করেন সুদীপ-পৃথা দুজনেই, পরে জানা যায় সত্যিই তাঁরা আইনি ভাবে আলাদা হয়েছেন। আর সেই ঘটনা, বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের কটাক্ষের মুখে অভিনেতার প্রাক্তন স্ত্রী।
আরও পড়ুন: কাঞ্চন বর নয়, শ্রীময়ীর 'বড় ছেলে'! বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই একি দাবি করলেন অভিনেত্রী?
আরও পড়ুন: 'আমার আন্ডার ওয়ারওয়্যারটাও খুলিয়ে নিল', কার হাতে চরম হেনস্থার শিকার অনিন্দ্য?
কী ঘটেছে?
এদিন চিরসখা খ্যাত সুদীপ মুখোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী পৃথা চক্রবর্তী এক ব্যক্তির সঙ্গে দুটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর সঙ্গে যাঁকে দেখা যাচ্ছে তিনিও পেশায় একজন অভিনেতা। দুজনকে হাসিমুখে পোজ দিতে দেখা গিয়েছে এই ছবি দুটোতে। সঙ্গে পৃথা ক্যাপশনে আনন্দ এবং সূর্যমুখী ফুলের ইমোজি পোস্ট করেছেন। এরপরই কটাক্ষের মুখে পড়তে হয় পৃথাকে। অনেকেই সার্থককে পৃথার প্রেমিক বলে ভ্রম করেন। বিদ্রূপ করেন। কিন্তু আদতে তাঁরা দুজন ভাই বোন।
এক ব্যক্তি লেখেন, 'দিদি নম্বর ওয়ানে এসে কত নাটক। আর এখন বিচ্ছেদের খবর। মানুষ আপনাদের ঘৃণা করবে না তো কাদের করবে?' আরেকজন লেখেন, 'এটা কে?' আরও নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য এসেছে। কিন্তু পৃথা নিজেই সেটার জবাব দিয়েছেন। লিখেছেন, 'সেই, ভাই দিদির সম্পর্ক যদি নতুন ডেসটিনি হয় তাহলে আর কিছু বলার নেই। ছেলে আর মেয়ে মানেই কিছু একটা। মানুষের আলাদাই ট্যালেন্ট।'
প্রসঙ্গত দামিণী বেণি বসু-র সঙ্গে একসময় ৮ বছরের দাম্পত্য ভেঙে বেরিয়ে আসেন সুদীপ। তখন তাঁদের মেয়ে চিনির বয়স ছিল মাত্র ৭। ২০০৫ সালে অভিনয় প্রশিক্ষক দামিনী বেণী বসুকে বিয়ে করেন সুদীপ মুখোপাধ্যায়। ২০১৩ সালে সেই সম্পর্কে ইতি টেনেছিলেন তাঁরা। এর বছরখানেক পর, বয়সে ২৫ বছরের ছোট পৃথার প্রেমে পড়েন সুদীপ। তারপর, ২০১৫ সালে বিয়ে করেন সুদীপ ও পৃথা। তবে বিয়ের বয়স ১০ হওয়ার আগেই, এই বিয়েতেই দাঁড়ি পড়ল। তাঁদেরও দুই ছেলে আছে, ঋদ্ধি ও বালি।
আরও পড়ুন: ঘন জঙ্গলে রঘু ডাকাতের টিমে ভিড়লেন রজতাভ দত্ত-ও! কোন চরিত্রে ধরা দেবেন দেবের সঙ্গে?
আরও পড়ুন: বাবিলকে চড় মারতে চান হুমা? ভিডিয়ো ভাইরাল হতেই ইরফান পুত্রকে নিয়ে কী বলছে নেটপাড়া?