
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সদ্যই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে। সেখানেই বাবিল খানকে খানিক যেচে পড়েই কথা বলতে দেখা যাচ্ছে হুমা কুরেশির সঙ্গে। আর তারপরই অভিনেত্রী বলে ওঠেন যে 'এই ছেলেটাকে চড় মারতে হয়'। কিন্তু কেন? কী বলছে নেটপাড়া?
আরও পড়ুন: কাঞ্চন বর নয়, শ্রীময়ীর 'বড় ছেলে'! বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই একি দাবি করলেন অভিনেত্রী?
আরও পড়ুন: ঘন জঙ্গলে রঘু ডাকাতের টিমে ভিড়লেন রজতাভ দত্ত-ও! কোন চরিত্রে ধরা দেবেন দেবের সঙ্গে?
সম্প্রতি মুম্বইয়ে একটি কস্টিউম পার্টি অনুষ্ঠিত হল। রবিবার সেই পার্টিতে বলিউডের একাধিক চেনা মুখ উপস্থিত ছিল। ছিলেন হুমা কুরেশি এবং বাবিল খানও। আর সেই অনুষ্ঠানে ঢোকার সময়ই উক্ত দুই অভিনেতার মধ্যে হওয়া কথপোকথন বর্তমানে দারুণ ভাইরাল হয়ে গিয়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাবিল খান হুমা কুরেশিকে কোনও এক ব্যক্তির বিষয়ে জিজ্ঞেস করছেন 'উনি আমার ফোনটাও ধরেননি।' আর সেই কথার জবাবেই হুমা তাঁকে বলে ওঠেন, 'এই বিষয়ে আমরা পরে কথা বলব হ্যাঁ?' স্পষ্টই বোঝা যাচ্ছে যে তিনি এড়াতে চাইছেন। কিন্তু বাবিল সেটা না বুঝেই ফের বলে ওঠেন, 'উনি কি আমার উপর রেগে আছেন?' জবাবে হুমা বলেন, 'আমার না কোনও ধারণাই নেই।'
এরপরই সহকারীর সঙ্গে উপরে উঠতে উঠতে হুমা বলে ওঠেন, 'এই ছেলেটাকে না চড় মারতে হয়।' সেই কথাটাও রেকর্ড হয়ে যায়। যদিও তিনি এই কথাটি বাবিলের উদ্দেশ্যে বলেছেন, না অন্য কারও সেটা স্পষ্ট নয়।
এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দারুণ গতিতে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ সমর্থন করেন বাবিল খানকে। কেউ আবার হুমা কুরেশিকে। একজন ইরফান পুত্রকে কটাক্ষ করে লেখেন, 'উনি এসব মিডিয়া দেখলেই করেন। ন্যাকা সাজেন।' অন্যদিকে আরেকজন আবার হুমাকে কটাক্ষ করেন। লেখেন, 'এত উগ্র ভাবে উত্তর দেওয়ার কী আছে? উনি কি জানেন না বাবিল ইরফান খানের ছেলে, নিজেও একজন ভালো অভিনেতা?' কেউ কেউ আবার হুমার পোশাক নিয়ে বিদ্রূপ করেছেন।
আরও পড়ুন: 'আমার আন্ডার ওয়ারওয়্যারটাও খুলিয়ে নিল', কার হাতে চরম হেনস্থার শিকার অনিন্দ্য?
প্রসঙ্গত হুমা কুরেশিকে দর্শকরা আগামীতে জলি এলএলবি ৩ ছবিতে দেখতে পাবেন। সেখানে তাঁর সঙ্গে থাকবেন অক্ষয় কুমার, আরশাদ ওয়ার্সি। এছাড়াও টক্সিক, মহারানী ৪ ছবিগুলোতেও তাঁকে দেখা যাবে আগামীতে। বাবিল খানকে আগামীতে দেখা যাবে লগআউট ছবিতে। তাঁর সঙ্গে সেখানে রশিকা দুগল, প্রমুখকে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports