
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সাম্প্রতিককালে টলি পাড়ার যে কটি বিয়ে নিয়ে বিস্তর হইচই হয়েছে তার মধ্যে অন্যতম হল অনুপম রায় এবং প্রশ্মিতা পালের বিয়ে। ২ মার্চ তাঁরা আইনি বিয়ে সারেন। এরপর অনুষ্ঠিত হয় গ্র্যান্ড রিসেপশন। বলে রাখা ভালো এটা অনুপমের তৃতীয় আর প্রশ্মিতার দ্বিতীয় বিয়ে। ফলে স্বাভাবিকভাবে সকলেরই তাঁদের বিয়ে নিয়ে আগ্রহ বা চর্চার কোনও কমতি ছিল না। এবার নিজেদের সম্পর্ক নিয়ে কী জানালেন সদ্য বিবাহিতা?
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রশ্মিতা জানিয়েছেন, 'এটা আমার জীবনের নতুন অধ্যায়। দুই তিন সপ্তাহ আমরা একসঙ্গে থাকছি। ভালোই লাগছে। ভালো আছি আমরা।' একই সঙ্গে এদিন প্রশ্মিতা জানান বিয়ের পর তাঁর ফলোয়ার সংখ্যা বেড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে তিনি চান সকলে তাঁকে তাঁর কাজের জন্যই ভালোবাসুন। সেই বিষয়ে প্রশ্মিতা বলেন, 'আমি একজন দায়িত্বপূর্ণ মানুষ হতে চাই। তাই আমি চাইব সকলে যেন আমার কাজের জন্যই আমাকে ভালোবাসেন।'
বিয়ের আগে এক বছর চুটিয়ে প্রেম করেছেন অনুপম এবং প্রশ্মিতা। তারও বহু আগে থেকে তাঁরা একসঙ্গে কাজ করেছেন নানা সময় নানা প্রজেক্টে। হাইওয়ে ছবিতে তোমায় নিয়ে গল্প গানটিতে তাঁরা প্রথমবার একসঙ্গে কাজ করেছেন। কিন্তু এই এক বছর যখন তাঁরা সম্পর্কে ছিলেন সেই সময় নিজেদের সম্পর্ককে কীভাবে আড়াল করে রাখেন? এই বিষয়ে তিনি জানান, 'আমায় এসব কিছুই ফেস করতে হয়নি। তবে তারকা হিসেবে আলাদা কোনও বদল আসেনি আমাদের জীবনে। অনুপম এখনও রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খায়।'
এদিন প্রশ্মিতা নিজেদের সম্পর্কের কথা বলতে গিয়ে আরও জানান, 'ও আমায় ভীষণ মোটিভেট করে। আমার শিল্পীসত্ত্বা হোক বা চাকরি জীবন, সবেতেই ও সাপোর্ট করে।'
এই প্রশ্নের জবাবে প্রশ্মিতা সোজাসুজি ভাবেই জানান, 'সেটা মনে হয় না আমার। ইন্ডাস্ট্রিতে এভাবে কাজ হিট না। আমি কাজ স্ত্রী, আমার পরিচয় কী সেটা সঙ্গীত পরিচালকদের দেখার কথা নয়। গানই শেষ কথা বলে। তাছাড়া আমি অনিন্দ্যদা বা অরিন্দমদার সঙ্গে বেশি কাজ করেছি বা করি। এবার ও যদি আমার আড়ালে ওদের কাছে আমার সুপারিশ করে থাকে সেটা জানি না।' অনুপম রায় বা প্রশ্মিতা পাল, দুজনের কেরিয়ারই বেশ লম্বা। কিন্তু একসঙ্গে দুজনে খুব কম কাজ করেছেন। এবার কি সেটা বদলাবে? এই বিষয়ে গায়িকার সাফ উত্তর, এখনও তাঁরা তেমন কিছু ঠিক করেননি।
আরও পড়ুন: 'আবার ওখানকার পোস্ট অফিসে ঢুকে পড়বেন না...' কাশ্মীর ট্রিপের ছবি পোস্ট করে ট্রোল্ড রূপঙ্কর
বিয়ে হয়েছে এখনও মাস ঘোরেনি। কবে হানিমুনে যাচ্ছেন অনুপম-প্রশ্মিতা? এই বিষয়ে তিনি জানিয়েছেন সবটাই তাঁর কাজ এবং অনুপমের শোয়ের উপর নির্ভর করছে। তবে বেড়াতে তাঁরা যাবেনই, কিন্তু এখনও সেটা ঠিক হয়নি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports