
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ডালহৌসির পরে নিউটাউনে নিজের দোকান খুলেছেন নন্দিনী দি। তাঁকে নিয়ে ভ্লগারদের মাতামাতির শেষ নেই। দূর দূর প্রান্ত থেকে মানুষ আসেন তাঁর বানানো খাবার খেতে। সোশ্যাল মিডিয়ায় প্রচুর জনপ্রিয় এই পাইস হোটেলের নন্দিনী দি। তাঁর সমস্ত খ্যাতি ছড়িয়েছে পুরো ভ্লগারদের হাত ধরে।
তেমনি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় ‘অরুণ দা’র দোকান। খেয়ে যেমন সুখ। খাবারদাবার দেখেও রুচি বোধ হবে অনেকের। আর সে খাবারের দাম যদি হয় হাতের নাগালে, তাহলে মাঝেমধ্যে চেখে দেখাও যেতে পারে। এই যেমন কলকাতার অতি পরিচিত ডেকার্স লেনের অরুণদার দোকান। তাঁর মুখের বুলিতে থাকে ‘জয় মা তারা’। সকাল থেকে বিকেল পর্যন্ত শ শ প্লেট খাবার বিক্রি করেন। আর একবার যিনি খেয়েছেন...। বার বার ফিরে আসেন অরুণ দার খাবার খেতে। আরও পড়ুন: মাথার ওড়না সেট করে, জোড় বেঁধে দিলেন মুক্তির, বোনের বিয়ের ভিডিয়ো শেয়ার করলেন শক্তি
সেই অরুণ দা এবার ধুয়ে দিলেন ‘নন্দিনী দির ভাইকে’। আসলে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অরুণ দা। সেখানেই তাঁকে ঘিরে ধরেছিলেন অসংখ্য ফুড ভ্লগাররা। সেখানেই অরুণ দা সাফ জানিয়েছেন, তাঁকে দোকানের বিষয় নিয়ে কিছু বলা হলে তিনি যাতা বলে দেবেন। তারই মধ্যে একজন ভ্লগার বলেন তিনি কন্ট্রোভার্সি তৈরি করেন। দাবি করেন তিনি, ‘নন্দিনী দির ভাই’। সঙ্গে সঙ্গে পালটা অরুণ দা বলেন, ‘তোকে আমি প্রশ্ন করেছি তোর নাম কী? হতেই পারিস তুই নন্দিনীর ভাই'। আরও পড়ুন: বিবাহবার্ষিকীতে উদ্দাম পার্টি, সেলফি তুলতে ব্যস্ত সিড-কিয়ারা, আর কী কী করলেন
পালটা ওই ভ্লগার জানান, তাঁর নাম বিট্টু। এবারই অরুণ দা তাঁদের সকলকে ভ্লগার নয়, বরং ভাই বলেই সম্বোধন করেন। সকলকে মজা করে বলেন, ‘পয়সা দে, দু-পাঁচ হাজার টাকা দে। তারপর দেখি সবাই কী করি না করি’। অরুণ দার এই খুনসুটিতে ভরা ভিডিয়োই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পোস্টের কমেন্টে অবশ্য ধেয়ে এসেছে নেটিজেনদের নানা কটাক্ষ। একজন লিখেছেন, ‘ফুড ব্লগার দের অবহেলা করবেন না, ওদের দেখলে বাড়ির বাসি রুটি থাকলে সেটাও অন্তত খেতে দিন, এরা গোবর খেয়ে ও বলবে এত স্বাদ কেন সেই টেস্ট’। কেউ লিখেছেন, ‘এতোসব কংগ্রেসের i.n.d.i.a পার্টির দল সব এক জায়গায় হয়েছে’। একজন লিখেছেন, ‘আমেরিকার প্রেসিডেন্টের বিয়ে, রাশিয়ার রাষ্ট্রপ্রধান এই অরুন নামক ব্যক্তি, ব্রিটেনের রানী মিষ্টি, বাংলাদেশের প্রধানমন্ত্রী কালী, মায়ানমারের রাষ্ট্রপ্রধান নন্দিনী, পাকিস্তানের প্রধানমন্ত্রী ফোনপে পরোটা, ইসরায়েলের রাষ্ট্রপ্রধান সৃজিত সবাই উপস্থিত। শুধু চীনের রাষ্ট্রপতি একান্ত আপনের গুটকা কাকা নেই’। অপর একজন বলেছেন, ‘এরাই কি ভারতবর্ষের সেলিব্রিটি এখন?’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports