ভারতীয় ছবি, হিট হয়েছে পাকিস্তানেও! রইল এমন ৮ ছবির তালিকা
Updated: 16 May 2023, 01:41 PM IST Priyanka Bose 16 May 2023 বলিউড সিনেমা, পাকিস্তানে সুপারহিট, Biggest Hits Of Bollywood, Pakistan Box Office, বজরঙ্গি ভাইজান, বাজিরাও মস্তানি, তামাশা, দিলওয়ালে, পিকে, সুলতানপাকিস্তানের দর্শকরা বলিউড ছবির কিন্তু বড় ভক্ত। এই কারণেই অনেক বলিউড সিনেমা পাকিস্তানে বক্স অফিসের দিক থেকে অনেক ভালো ব্যবসা করেছে। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের পর পাকিস্তানি শিল্পীদের বলিউডে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ভারতীয় ছবি দেখানোর ওপর নিষেধাজ্ঞা জারি হয়।
পরবর্তী ফটো গ্যালারি