1 মিনিটে পড়ুন Updated: 24 Nov 2023, 12:52 PM ISTSubhasmita Kanji
Parambrata-Nandy Sisters: ফের নন্দী সিস্টার্সের সঙ্গে কোলাবোরেট করলেন পরমব্রত চট্টোপাধ্যায়। এবার তাঁরা একসঙ্গে কোন গান গাইলেন?
পরমের শতগুনে মুগ্ধ নন্দী সিস্টার্স
আবারও জোট বাঁধলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং নন্দী সিস্টার্স। আর তাঁরা একসঙ্গে হওয়া মানেই সুরেলা কিছু উপহার পাওয়া। এর আগেও একবার পরমব্রতর সঙ্গে হাত মিলিয়ে একটি ভিডিয়ো প্রকাশ্যে এনেছিলেন অন্তরা এবং অঙ্কিতা নন্দী, ওরফে নন্দী সিস্টার্স। এবার আবার তাঁরা কোন গান নিয়ে এলেন?
পরমব্রতর সঙ্গে নন্দী সিস্টার্স
ফের উকুলেলে হাতে অন্তরা এবং অঙ্কিতার সঙ্গে ধরা দিলেন পরমব্রত। এর আগেও একবার তাঁরা একত্রে একটি মিউজিক ভিডিয়ো পোস্ট করেছিলেন। এবার আবার তাঁদের একটি একটি নতুন বাংলা গান গাইতে দেখা গেল তাঁদের।
বিভিন্ন তারকাদের সঙ্গে কোলাব করে মিউজিক ভিডিয়ো প্রকাশ্যে আনেন নন্দী সিস্টার্সরা। তাঁদের এই সিরিজের নাম গুনগুনালে। সেখানেই এবার আবার অতিথি হয়ে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। এই এপিসোডে তাঁরা একসঙ্গে বাস্তুশাপ ছবির তোমাকে ছুঁয়ে দিলাম গানটি গান।
ভিডিয়োতে গায়ককে একটি নীল টিশার্ট এবং গ্রে জিন্স পরে চেয়ারে বসে গান গাইতে দেখা যাচ্ছে। হাতে উকুলেলে। অন্যদিকে তাঁর দুই পাশে ফ্রক পরে গান গাইছেন নন্দী সিস্টার্স। তাঁদের এই ভিডিয়ো ইতিমধ্যেই ১২ লাখ ভিউজ ছাড়িয়ে গিয়েছে। পেয়েছে প্রচুর কমেন্ট। এই ভিডিয়ো পোস্ট করে পরমের তুমুল প্রশংসা করেন দুই বোন, লেখেন, 'আমাদের সঙ্গে আজ ভীষণ ট্যালেন্টেড পরম দাদা। একাই অভিনয়, প্রোডাকশন, গান সব করে যাচ্ছো আমাদের জন্য তো কিছু বাঁচিয়ে রাখো।'