
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বর্তমানে বলিউডের ‘টক অফ দ্য টাউন’হলেন ওরহান আওয়াত্রামানি ওরফে ওরি। তারকাদের সঙ্গে এই তরুণের ভিডিয়ো নিমেষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। ওরিকে নিয়ে রয়েছে একাধিক রিলস, একাধিক মিমি। কেউ কেউ তো মনে করেন উরফি জাভেদের বাজার নষ্ট করেছেন ওরি-ই। উরফির যেমন পোশাকে থাকত অভিনবত্ব, ওরির ক্ষেত্রে তা হয় মোবাইলের কভারে।
বর্তমানে বলিউডের দুই কন্যের সঙ্গে খুব ঘনিষ্ঠতা রয়েছে ওরির। আর তাঁরা হলেন জাহ্নবী কাপুর ও নিসা দেবগন (কাজল-অজয় কন্যা)। একসময় সারা আলি খানের সঙ্গেও বেশ ঘনিষ্ঠতা ছিল ওরির, দুজনের ছবি-ভিডিয়োও আসত সোশ্যালে। তবে এখন দূরত্ব বেড়েছে খানিকটা। সম্প্রতি রেডিট-এ একটি AMA সেশন পরিচালনা করে এই নিয়ে কথাও বলেন ওরি।
ওরি জানায়, কলেজে পড়ার সময় একে-অপরের প্রিয় বন্ধু ছিলেন সারা আর ওরি। তবে কলেজ শেষ হতেই দুজনে আলাদা হয়ে যায়। শুধু তাই নয়, একসময়ে রেডিটে ফেক অ্যাকাউন্ট বানিয়ে সারা-র নামে নিন্দেও করেছেন ওরি। এরপর লকডাউন তাঁদের আবার কাছাকাছি আনে।
ওরি-র কথায়, ‘আপনাদের সারা আলি খান সম্পর্কে কিছু বলতে চাই, আমরা কলেজে সবচেয়ে ভালো বন্ধু ছিলাম। তারপরে স্নাতক শেষ করার পর হঠাৎ করেই আমরা একরাতে আলাদা হয়ে যাই .. কিন্তু হঠাৎ লক ডাউনের সময় যেখানে আমরা একসাথে ফিরে আসি। এমন কখনও হয়নি আমি ফোন করেছি ও ধরেনি, বা ও ফোন করেছে আমি ধরিনি।’
একজন এরপর ওরি-কে প্রশ্ন করেন, আদৌ কি ভালোবেসে অভিনয় করেন সারা নাকি সবটাই মা অমৃতাকে খুশি করার জন্য। যার জবাবে ওরি বলেন, ‘আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, মেয়েটির জীবনের সঙ্গে ওতোপ্রতোভাবে মিশে আছে অভিনয়। এটি একমাত্র জিনিস যা সে সম্পর্কে উৎসাহী এবং এটি তার মনে 24×7 রয়েছে৷ তিনি একজন ফুল টাইম অ্যাক্টর। শুধু তাই নয়, ও ওর মা (অমৃতা আরোরা)-র মতোই শক্তিশালী স্বাধীনচেতা মহিলা। কাওকে খুশি করার জন্য অন্তত কোনও কাজ করে না।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports