পারভিন বলেন, ‘আমার পারিশ্রমিক ছিল ২৫ হাজার টাকা। আর ম্যায়নে পেয়ার কিয়াতে সবথেকে বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছিল ভাগ্যশ্রীকে, আর সেটা ছিল ১,৫০,০০০ টাকা। যা শুনে আমরা সকলেই অবাক ছিলাম। আর সলমন খানকে দেওয়া হয়েছিল ৭৫ হাজার টাকা।’
'ম্যায়নে প্যায়ার কিয়া'
বলিউড থেকে হলিউড, পারিশ্রমিক নিয়ে বৈষম্যের অভিযোগ সর্বত্র। বলিউডে অভিনেত্রীরা প্রায়শই অভিযোগ করেন, অভিনেতাদের তুলনায় তাঁরা অনেকটাই কম পরিশ্রমিক পান। তবে কি জানেন ‘ম্যায়নে পেয়ার কিয়া’র শ্যুটিংয়ে এমনটা ঘটেনি। ছবিতে সলমন খানের উপস্থিতি সত্ত্বেও বেশি পারিশ্রমিক পেয়েছিলেন ভাগ্যশ্রী। সম্প্রতি সেকথাই ফাঁস করেছেন অভিনেত্রী পারভিন দস্তুর ইরানি।
৩০ বছর আগে মুক্তি পেয়েছিলন সুপারহিট ছবি ‘ম্যায়নে পেয়ার কিয়া’। ছবিতে 'সীমা'র চরিত্রে অভিনয় করেছিলেন পারভিন। তিনি সাক্ষাৎকারে জানান, ‘ম্যায়নে পেয়ার কিয়া’কে তিনি পারিশ্রমিক পেয়েছিলেন ২৫ হাজার টাকা। পারভিন বলেন, ‘জীবনে আমার প্রথম পারিশ্রমিক ছিল ৭৫ টাকা। তারপর যখন কোম্পাকোলার বিজ্ঞাপন করি, তখন পারিশ্রমিক বেড়ে একলাফে হয়ে যায় ১৫০০ টাকা। আর ম্যায়নে পেয়ার কিয়াতে সবথেকে বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছিল ভাগ্যশ্রীকে, আর সেটা ছিল ১,৫০,০০০ টাকা। যা শুনে আমরা সকলেই অবাক ছিলাম। আর সলমন খানকে দেওয়া হয়েছিল ৭৫ হাজার টাকা।’