মেজর ভূপেন্দর সিং, যিনি ১৯৯৪ সালের ২৩ জানুয়ারি সন্ত্রাসবাদীদের হাতে নিহত হন। আর তাঁর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজস্থানের শ্রী গঙ্গানগরে তাঁকে সম্মানিত করা হল। একটি যুদ্ধ স্মারক বসানো হল। আর ব্রোঞ্জের এই মূর্তির উদ্বোধনে এসেছিলেন তাঁর পরিবার-স্ত্রী অবিনাশ কৌর এবং দুই মেয়ে রুবিনা সিং এবং বলিউড অভিনেতা নিমরত কৌর।
স্মৃতিসৌধটি একটি পাবলিক স্কোয়ারে স্থাপন করা হয়েছে, যার নাম রাখা হয়েছে মেজর ভূপেন্দ্র সিং চক। লাইন অফ অ্যাকশনে নিহত আরও বারোজন সৈন্যের পরিবারও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং আশেপাশের গ্রামের লোকেরাও উপস্থিত ছিলেন।
অভিনেত্রী নিমরত কৌর তার এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টে উদ্বোধনের ছবিগুলি শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘আজ, আমার বাবার ৭২তম জন্মবার্ষিকীতে, তাঁর এবং অন্যান্য ১২ জনকে উত্সর্গীকৃত একটি যুদ্ধ স্মৃতিসৌধের উদ্বোধনের মাধ্যমে আমাদের পরিবারের একটি দীর্ঘমেয়াদী স্বপ্ন সত্যি হয়েছে৷ বাবার জন্মভূমি শ্রী গঙ্গানগর, রাজস্থান থেকে আসা বীর শহীদরা এই সমস্ত সৈন্যদের সর্বশ্রেষ্ঠ আত্মত্যাগকে চিরকাল মনে রাখুক এবং এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং কর্তৃপক্ষকে আমার গভীর কৃতজ্ঞতা জানাই। জয় হিন্দ।’
মেজর ভূপেন্দর সিংকে ৩ বছর আগে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীরা অপহরণ করে হত্যা করেছিল। ১৯৯৪ সালের ১৭ জানুয়ারি হিজবুল মুজাহিদিন গোষ্ঠী তাঁকে অপহরণ করে, যার পর সন্ত্রাসবাদীরা মুক্তিপনের দাবি করে। যা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। প্রায় এক সপ্তাহ পরে ২৩ জানুয়ারি তাঁকে হত্যা করা হয়।
১৯৮২ সালের মার্চ মাসে রাজস্থানের এই শিখ পরিবারে জন্ম নিমরতের। দিল্লির স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা করার পর মুম্বই চলে আসেন অভিনেত্রী। মডেল হিসাবে কেরিয়ার শুরু করেন। অভিনয় করতেন থিয়েটারে। ২০০৬ সালে ‘ওয়ান নাইট উইথ দ্য কিং’ নামের একটি ইংরেজি ছবি দিয়ে প্রথম সিনেমায় কাজ। ২০১২ সালে অনুরাগ কাশ্যপের প্রযোজনায় ‘পেডলার্স’ নামের হিন্দি ছবিতে দেখ যায় তাঁকে। এই সিনেমা দেখানো হয়েছিল কানে। প্রশংসা পেয়েছিল নমরতের অভিনয়ও। ‘লভ শভ তে চিকেন খুরানা’, ‘দ্য লাঞ্চবক্স’, ‘এয়ারলিফ্ট’, ‘দশভি’-তে অভিনয় করেছেন নিমরত।
সম্প্রতি নিমরতের নাম জড়িয়েছে বলিউেডরই এক বিবাহিত নায়িকার সঙ্গে। যদিও এই বিষয়ে কোনো কথা বলেননি তিনি বা তাঁর পরিবার বা সেই অভিনেতা।