জি টিভির অতি জনপ্রিয় মেগা ‘ইশক সুবহান আল্লা’ খুব তাড়াতাড়ি আসছে জি বাংলার পর্দায়। না রিমেক নয়, বরং হিন্দি মেগারই বাংলা সংস্করণ আনতে চলছে চ্যানেল। ইতিমধ্যেই মেগার প্রোমো প্রকাশ্যে এসেছে। আর তা নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। মেগার প্রোমোর কমেন্ট বক্সে ক্ষোভ উগড়ে দিয়েছেন দর্শকরা।
প্রোমোয় দেখা গিয়েছে বেশ অশান্ত, উতপ্ত একটা পরিবেশ। তার মাঝে ধারাবাহিকের নায়িকা ও তার বন্ধুরা আটকে যায়। উপায় না দেখে নায়কের কাছে নায়িকা তার বন্ধুদের নিয়েই মসজিদে আশ্রয় চায়। তবে মসজিদে আশ্রয় দেওয়ার পর নায়ক জানতে পারে, নায়িকার বন্ধুরা মুসলিম নয় বরং হিন্দু। তারপর বেশ কিছু কথাবার্তা হয়। আর তাঁদের সেই কথোপকোথন-সহ মেগার প্রেক্ষাপট সবটা নিয়ে ক্ষোভ উগড়ে দেন নেটিজেনরা।
নেটিজেনদের প্রতিক্রিয়া
এক নেটিজেন কমেন্ট করেন, ‘এই সিরিয়ালটায় ইসলাম নিয়ে অনেক বাজে ধারনা দেখানো হয়েছে, ইসলামকে অপমান করা হয়েছে, তাই এই সিরিয়ালটা কেউ দেখবেন না।’ আর একজন লেখেন, ‘সুবহান আল্লা মানে কী তা কি এরা জানে? সিরিয়াল বানাচ্ছে। যে কোনও একটা নাম দিলেই হল নাকি? ইয়ার্কি হচ্ছে?’ এরপর আর এক নেটিজেন লেখেন, ‘এ কেমন মেগা? দয়া করে ইসলাম ধর্মকে এভাবে অপমান করবেন না।’

বর্তমান অস্থির পরিস্থির প্রসঙ্গ টেনে এক দর্শক কমেন্ট করেন, ‘এই অস্থির আবহে এরকম সিরিয়াল দেখানোর খুব দরকার ছিল কি?’ আর এক নেটিজেন কমেন্ট করেন, ‘আল্লার নাম নিয়ে এই নাটক বানানোর অধিকার আপনাদের কে দিয়েছে?’ আর একজন লেখেন, ‘এটাই দেখা বাকি ছিল। এবার ষোলো কলা পূর্ণ হল।’

তবে এই মেগার অনেক দর্শক যাঁরা আগে হিন্দি সংস্করণটি দেখতেন তাঁরা মেগার প্রোমো দেখে বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েছেন। অনেকেই মেগার যথেষ্ট প্রশংসা করেছেন। একজন লেখেন, ‘এই সিরিয়ালটায় ইসলাম নিয়ে অনেক ভালো ভালো বার্তা আছে। সবাই দেখবেন খুব ভালো একটা মেগা। আগে থেকে না দেখে রেগে যাবেন না।’ আর একজন লেখেন, ‘এতো দিন পরে একটা সুন্দর ধারাবাহিক।’ আর এক নেটিজেন লেখেন, ‘হিন্দিতে যখন হত তখন নিয়মিত দেখা না হলেও শুরু দিকে বেশ কয়েকটা পর্ব দেখা। সিরিয়ালটা নিয়ে কিছু বলার নেই, এক কথায় অসাধারণ। সত্যি ভাবিনি জি বাংলা ডাবিং করে এই সিরিয়ালটা বাংলায় আনবে। সত্যি বলছি খুশি হয়েছি, অনেক ধন্যবাদ জি বাংলা।’ আর একজন মন্তব্য করেন, ‘এতদিনে ভালো কাজ করেছেন, আপনারা সব ধর্মের সিরিয়াল দিলে ভালো হয়।’

তাছাড়াও এই মেগায় নায়কের হয়ে কন্ঠ দিয়েছেন 'এই পথ যদি না শেষ হয়' খ্যাত অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়, তাঁর গলা শুনেও তাঁর ভক্তরা খুব খুশি। একজন লেখেন, ‘ঋত্বিকদার ভয়েসটা বেশ ভালো লাগল। আমারা ঋত্বিকদাকে ডাবিং করতেও দেখব।’ আর একজন লেখেন, ‘আমাদের আদিদেব লাহিড়ী ( Writwik Mukherjee) হিরোর ডাবিং করছে।’