বাংলা নিউজ > বায়োস্কোপ > অজানা নীনা: ৫ বছর কথা বলেননি ভিভ, বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সতীশ কৌশিক!
পরবর্তী খবর

অজানা নীনা: ৫ বছর কথা বলেননি ভিভ, বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সতীশ কৌশিক!

নীনা গুপ্তা

আত্মজীবনী ‘সাচ কাহু তো’তে ফাঁস নীনার অজানা জীবন কাহিনি।

নীনা গুপ্তাদিন কয়েক প্রকাশিত হয় বলিউড অভিনেত্রী নীনা গুপ্তার আত্মজীবনী ‘সাচ কাহু তো’। পেঙ্গুইন ইন্ডিয়া প্রকাশনা সংস্থার তরফে বইটি প্রকাশিত হয়। অভিনেত্রী করিনা কপুর খান ভার্চুয়ালি বইটি প্রকাশ করেন। বইতে জীবনযুদ্ধ এবং একাকীত্ববোধের গল্প উঠে এসেছে অভিনেত্রীর। উঠে এসেছে ভাঙা প্রেম, মাসাবার জন্ম এবং পরিবার নিয়ে আরো অজানা গল্প।

বইটি থেকে কয়েকটি কাহিনি এখানে তুলে ধরা হল:

সি-সেকশনের জন্য ‘কুমারী মা’ নীনার কাছে ছিল না দশ হাজার টাকা: 

বইয়ের থেকেই একটি পাতার ছোট্ট অংশ নেটমাধ্যমে শেয়ার করেছেন তাঁর কন্যা মাসাবা গুপ্তা। কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটার ভিভ রিচার্ডস এবং নীনা গুপ্তার কন্যা মাসাবা পেশায় একজন সফল ডিজাইনার। ওই অংশে আঁচ পাওয়া গেছে মাসাবার জন্মের সময় নীনার আর্থিক দুরাবস্থার কথা।

মাসাবার কথায়, তাঁর জন্মানোর প্রাক্কালে আর্থিক দিকে থেকে অত্যন্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন নীনা। সেইমুহূর্তে অভিনেত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে ছিল মাত্র হাজার দু'য়েক টাকা। অথচ অপারেশন করাতে তৎকালীন খরচ ছিল কমবেশি ১০,০০০ টাকা। শেষ পর্যন্ত মাসাবার জন্মের জন্য নির্ধারিত 'ডেট' এর কিছুদিন আগে 'ট্যাক্স রিটার্ন'-এর সুবাদে নীনার অ্যাকাউন্টে জমা পড়ে ৯,০০০ টাকা। স্বস্তির শ্বাস ফেলেছিলেন সন্তানসম্ভবা অভিনেত্রী। কারণ সেই মুহূর্তে সবমিলিয়ে তাঁর অ্যাকাউন্টে সঞ্চিত টাকার অঙ্কটা গিয়ে দাঁড়িয়েছিল ১২,০০০ টাকায়।

নীনাকে বিয়ে করতে চেয়েছিলেন সতীশ কৌশিক:

আত্মজীবনীতে নীনা লিখেছেন, অন্তঃসত্ত্বা থাকাকালীন অবস্থায় তাঁকে ভরসা দিতে এগিয়ে এসেছিলেন ঘনিষ্ঠ বন্ধু তথা বলি-অভিনেতা সতীশ কৌশিক। সন্তানসম্ভবা নীনাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, সঙ্গে এও বলেছিলেন যদি নীনার সন্তানের গায়ের রং চাপা হয়, তাহলে যেন অভিনেত্রী ওই সন্তানের বাবা হিসেবে সতীশের নাম লোকসমাজে পরিচয় দিতে ইতস্তত না করে। আর তার ওপর কেউ কোনও সন্দেহও করবে না কারণ সতীশের গায়ের রংও যথেষ্ট চাপা।

সমকামী ব্যাঙ্কে কর্মরত ব্যক্তিকে বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন নীনার বন্ধু:

আটের দশকে কিংবদন্তি ক্যারিবিয়ান ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে সম্পর্কে জড়ানোর ফলশ্রুতি হিসেবে জন্ম নিয়েছিল তাঁদের কন্যা সন্তান মাসাবা।

নীনা লিখেছেন, তিনি যখন সন্তানসম্ভবা তখন বন্ধু সুজয় দত্ত তাঁর বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছিলেন। পাছে নীনাকে লোকনিন্দার মুখোমুখি হতে হয়, সেই আশঙ্কায়। সেই ভেবে নীনার সঙ্গে এক ব্যক্তির বিয়ের ব্যবস্থাও তিনি প্রায় পাকা করে ফেলেছিলেন। এরপর নীনাকে সেই ব্যক্তির কথা বলে সুজয় জানান নামি ব্যাঙ্কের এক উঁচু পদে থাকা ওই আধিকারিক আসলে সমকামী। সামাজিক লজ্জা ও নিন্দা থেকে বাঁচতে তিনি নীনাকে বিয়ে করতে রাজি হয়েছেন। নীনার গর্ভের সন্তান নিয়েও বিন্দুমাত্র কোনও অসুবিদা নেই তাঁর। নীনা স্বচ্ছন্দে ওই সন্তানের পিতৃপরিচয় হিসেবে ওই ব্যক্তির নাম বলতে পারবেন। কিন্তু সেই ব্যক্তি যে নীনা কিংবা তাঁর সন্তানের জীবনে জড়িয়ে থাকবেন না, সেকথাও স্পষ্ট করে দেওয়া হয়েছিল তখনই।

সব শুনে টুনে হেসে ফেলেছিলেন নীনা। স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন শুধুমাত্র কোনওরকম 'বিতর্ক' এড়াতে তিনি বিয়ের পিঁড়িতে বসতে রাজি নন। নিজের সন্তানের জন্য একজন মা যতটা করতে পারে তিনি ততটাই করবেন। ততদূরই যাবেন। এর জন্য তাঁর মনে কোনও ভয় কিংবা চিন্তা নেই। আর আপাতত যতদিন তাঁর শরীরে অন্তঃসত্বা হওয়ার সব চিহ্ন প্রকট হচ্ছে, ততদিন তিনি ঢিলে পোশাক পরে চালিয়ে দেবেন কাজ!

ভিভ রিচার্ডের সঙ্গে দেখা করার ট্রিপ ক্যানসেল করতেই ৫ বছর কথা হয়নি তাঁদের মধ্যে:

মাসাবার সঙ্গে ভিভ রিচার্ডের দেখা করার পরিকল্পনা করেছিলেন নীনা। কিন্তু সেই সময় মাসাবার স্কুলের অ্যাডমিশন পড়ে যায়। মাসাবার সেই ট্রিপ নিয়ে বেজায় উচ্ছ্বসিত ছিল। বাবার সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়। নীনার এক আন্টি তাঁকে ‘জামনাবাই নারসি স্কুল’এর ট্রাস্টির সঙ্গে দেখা করায়। তবে ভিভ রিচার্ডের সঙ্গে ট্রিপে দিন মিলছিল না। 

নীনা ভিভকে জানান, ট্রিপের দিন রিশিডিউল করতে হবে। তবে নীনার অ্যাডমিশনের বিষয় গুরুত্ব বুঝতে পারেননি ভিভ। এমনকি তিনিও ভিভকে সেই মুহূর্তে বোঝাতে পারেননি একটা শিশুর জন্য ভালো স্কুলে অ্যাডমিশন নেওয়াটা কতটা জরুরি। ভিভ মনে করেন নীনা সাক্ষাৎ করাটা প্রয়োজন মনে করেনি। শুধুমাত্র অজুহাত দেখিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তেমনটা মোটেই নয়। তবে ভিভ রেগে গিয়ে ফোন কেটে দেয়। এরপর প্রায় ৫ বছর ফোন করেনি।

এক বছরের মধ্যে ভেঙে যায় নীনার প্রথম বিয়ে:

নীনার আত্মজীবনী ‘সাচ কাহু তো’ খুব অল্প বয়সে প্রথম বিয়ে সম্পর্কে লিখেছেন নীনা। এক বছরের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয় বলে জানিয়েছেন। আত্মীজীবনীতে আমলান কুসুম ঘোষ নামে এক ব্যক্তির নাম উল্লেখ করেছেন অভিনেত্রী। যাঁর সঙ্গে অল্প বয়সে বিয়ে হয়েছিল নীনার। অভিনেত্রী জানিয়েছেন, তিনি সংস্কৃতে স্নাতকতা নিয়ে পড়ার সময়, ওই ব্যক্তি আইআইটির ছাত্র ছিলেন।

‘ক্যাম্পাসে আমি আর আমলান লুকিয়ে দেখা করেছিলাম। ওর হোস্টেল আমার আমার বাড়ির কাছেই ছিল জায়গাটা। ওর বাবা-মা অন্য শহরে থাকত তবে ওর দাদু আমার গলিতে থাকতেন, তাই ডব্লিউইএতে উত্সব এবং ছুটি কাটাতে আসত ও’। আমলনের সঙ্গে শ্রীনগরে বেড়াতে যাওয়ার অনুমতি পেতে নীনা তাঁর সঙ্গে বিয়ে করেন।

যদিও পরে দম্পতির দুজনের বুঝতে পারেন তাঁরা একে অপরের জন্য নয়। নীনার কথায়, ‘আমলানের দৃষ্টিভঙ্গি আলাদা ছিল। সময় এবং আমাদের বড় হওয়ার প্রেক্ষিতে, মনে হত ও ধরে নিয়েছিলেন আমি শেষ পর্যন্ত পরিবারে মনোনিবেশ করব। তবে আমি কিছুটা উচ্চাকাঙ্খী হয়ে উঠেছিলাম এবং নিজেকে কখনও একজন নিয়মিত গৃহিনী হিসাবে দেখিনি। আমি জীবন থেকে আরও চেয়েছিলাম এবং যত বেশি থিয়েটার করেছি, আমার পথ আরও প্রশস্ত হয়ে উঠেছে’। বিয়ের এক বছরের মধ্য়েই নীনা-আমলান আলাদা হয়ে যায়।

'চোলি কে পিছে'র শ্যুটিংয়ে নীনাকে ‘প্যাডেড ব্রা’ পরার নির্দেশ দেন সুভাষ ঘাই:

বইয়ের একটি অধ্যায়ে উল্লেখ রয়েছে ‘খলনায়ক’ (১৯৯৩) ছবির সুপারহিট গান ‘চোলি কে পিছে’-র শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা। এই ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন সুভাষ ঘাই। নীনা জানিয়েছেন, কেমনভাবে এই গানের জন্য নীনার লুক দেখে রেগে গিয়েছিলেন পরিচালক, এবং মুখের উপর দাবি জানিয়েছিলেন- ‘প্যাডেড ব্রা’ পরবার। এই ঘটনা বেজায় লজ্জায় ফেলেছিল অভিনেত্রীকে।

নীনা আরও লেখেন, ‘ওরা আমাকে গুজরাতি লোকগানের পোশাক পরিয়ে সুভাষজির কাছে পাঠাল, লুক ঠিক আছে কিনা যাচাই করবার জন্য। উনি চিত্কার করে উঠলেন! বললেন- না,নাা, না! কিছু ভরো। আমি তো লজ্জায় লাল হয়ে গিয়েছিলাম। আমি মনে হয়, উনি আমার চোলির কথা বলছিলেন এবং ওঁনার মতে সেটা আরও পরিপূর্ণ দেখানোর দরকার ছিল। আমি জানি উনি কোনও ব্যক্তিগত মন্তব্য করেননি… নিশ্চয়ই ওঁনার ভাবনায় কিছু একটা ছিল। সেইদিন আমি শ্যুট করিনি। পরের দিন আমাকে ওঁনার সামনে নিয়ে যাওয়া হল অন্য একটা পোশাকে, যার নীচে ছিল একটা মারাত্মক ভারী প্যাডেড ব্রা। দেখে মনে হল উনি সন্তুষ্ট হয়েছেন। সুভাষ ঘাই খুব বেশি খুঁতখুতে মানুষ, ওঁনার কী চাই, কেমন চাই- সে ব্যাপারে আপোস করেন না… সেই কারণেই উনি এতো বড়োমাপের পরিচালক’।

এমনই আরো নানা অজানা গল্প নিজের আত্মজীবনীতে তুলে ধরেছেন নীনা।

 

 

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্য়ে আজ লাকি কারা? ২৩ সেপ্টেম্বর ২০২৫ রাশিফল রইল শিক্ষকদের টেট নিয়ে বড় নির্দেশ প্রাথমিক পর্ষদের, SLST-তে ডেডলাইন বেঁধে দিল SSC ব্লক সভাপতি বদল ঘিরে আপত্তি বিধায়কের, মুর্শিদাবাদ প্রকাশ্যে TMC-র কোন্দল জয়শংকর-রুবিও সাক্ষাৎ! ট্রাম্পের ৫০% শুল্কে তখনই কেন জবাব দেয়নি ভারত?বললেন রাজনাথ ম্যাচে বারুদের ছোঁয়া! পাক ওপেনারের ‘AK-47’ উল্লাস, ফের বাইশ গজে রাজনৈতিক বিতর্ক পুজোর ধামাকা! Samsung-র স্মার্টটিভিতে ৫১% ছাড়, ফ্রি সাউন্ডবার, সঙ্গে আরও সুযোগ কেরলে নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রীকে একের পর এক কোপ, ফেসবুক লাইভে স্বামী.... ৫০MP ক্যামেরা, দারুণ ব্যাটারি, বড় ডিসপ্লের AI ফোনের দাম মাত্র ৪৪৯৯ টাকা, কবে? 'অন্যের ছবি ফ্লপ হলেই আনন্দ...', ফের বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য অনুরাগের ‘মনে হয়েছিল জবাব দেওয়াটা দরকার’, হ্যারিস-আফ্রিদিরা কী করেছিলেন?মুখ খুললেন অভিষেক

Latest entertainment News in Bangla

'অন্যের ছবি ফ্লপ হলেই আনন্দ...', ফের বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য অনুরাগের আরিয়ানের সিরিজে ই-সিগারেটের প্রচার রণবীরের, আইনি পথে জাতীয় মানবাধিকার কমিশন খুলে গেল অ্যাডভান্স বুকিংয়ের সুযোগ, পুজোর আগেই আনন্দে মাতলেন ‘রঘু ডাকাত’ টিম 'স্টেজে লাফালাফি করতে আর...', লাইভ কনসার্ট চলাকালীন অবসর নেওয়ার ঘোষণা তাহসানের বেটিং অ্যাপে ইডির তলবের পর এবার নিজেই সকলকে সচেতন করলেন মিমি, কী লিখলেন তিনি? নতুন চরিত্র নিয়ে ফের ছোট পর্দায় ফিরতে চলেছেন পল্লবী, বিপরীতে অভিনয় করবেন কে? 'পাকিস্তানকে হারিয়ে জন্মদিনের উপহার দিয়েছে টিম ইন্ডিয়া...', আপ্লুত রিজওয়ান কুচুটে ননদিনি নন তিনি! রালিয়ার ২৫০ কোটির বাংলোয় আলাদা ঘর রয়েছে ঋদ্ধিমার 'এই সমস্যা প্রতি বছরেই...', টলি অন্দরে চলতে থাকা বিবাদ নিয়ে কী বললেন প্রসেনজিৎ? ২য় বিয়ের আগে ইসলাম গ্রহণ, ছেলেকে আরবি শেখাচ্ছেন ক্যানসার আক্রান্ত দীপিকা

IPL 2025 News in Bangla

৮৬ দিন পর মৌনতা ভাঙল RCB! চিন্নাস্বামীতে পদপিষ্ট-কাণ্ডে নিহতদের জন্য বড় ঘোষণা বিতর্কে কোহলির ভিডিয়ো! IPL 2025 জয়ের পরে RCB শোভাযাত্রার দুর্ঘটনায় নতুন মোড় গোপন থাকল না রিপোর্ট, বেঙ্গালুরুতে পদপিষ্ট কাণ্ডে RCB-র ঘাড়েই দোষ চাপাল সরকার টাকা ধার নিয়ে ফেরত দেয়নি… যৌন শোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন RCB-র তারকা আইপিএল-এর মূল্যায়ন ১৫৮,০০০ কোটি ছাড়াল! সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হল… রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.