
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গত বছর একটা দীর্ঘ সময় ধরে বিস্তর অশান্তি চলেছে নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তাঁর বিচ্ছিন্না স্ত্রী আলিয়ার। চলেছে বিস্তর কাদা ছোড়াছুড়ি। অভিনেতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছিলেন আলিয়া। এবার সব সমস্যা মিটিয়ে আবার কাছাকাছি এলেন তাঁরা। অভিনেতার ভাঙা সংসার ফের জোড়া লেগেছে। জানা গিয়েছে সন্তানদের জন্য তাঁরা আবার একসঙ্গে থাকছেন।
সম্প্রতি ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে আলিয়া সিদ্দিকি জানিয়েছেন যে তাঁরা কেন পুনরায় সুখে শান্তিতে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আলিয়ার কথায়, 'সাম্প্রতিককালে আমার জীবনে বেশ কিছু বদল এসেছে। আমার মনে হয়েছে খারাপ জিনিসটা আমরা সবার সঙ্গে যখন ভাগ করে নিই তখন ভালোটাও ভাগ করে নেওয়া উচিত। নওয়াজ আমার সঙ্গে এবং আমাদের সন্তানদের সঙ্গে বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন।'
আরও পড়ুন: 'ওটিটির যুগে আর তারকা তৈরি হচ্ছে না', দাবি কঙ্গনার, শাহরুখের সঙ্গে নিজের তুলনা টেনে বললেন কী?
কিছুদিন আগেই নওয়াজ এবং আলিয়ার ১৪ বছরের বিবাহবার্ষিকী গিয়েছে। সেদিন দুই সন্তান শোরা এবং ইয়ানিকে সঙ্গে নিয়ে নওয়াজ এবং আলিয়া তাঁদের এই বিশেষ দিনটি পালন করেছেন। সেটার বেশ কিছু ছবিও আলিয়া পোস্ট করেছেন।
এদিন এই সাক্ষাৎকারে আলিয়া আরও জানিয়েছেন, 'আমি বুঝেছি আমাদের সম্পর্কে যে সমস্যাগুলো ছিল সেগুলো সবই তৃতীয় ব্যক্তির জন্য। কিন্তু আমাদের জীবনে আর কোনও ভুল বোঝাবুঝি নেই। আমাদের সন্তানদের জন্য আমরা আত্মসমর্পন করেছি। এখন আর আলাদা থাকার মানে নেই। সন্তানরা বড় হচ্ছে। নওয়াজও গোটা বিষয়ে খুব ডিস্টার্ব হয়ে পড়েছিল। তাই আমরা ঠিক করেছি আর ঝগড়া নয়। একসঙ্গেই থাকব আমরা।'
প্রসঙ্গত এর আগে আলিয়া অভিযোগ করেছিলেন যে নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তাঁর পরিবার আলিয়ার উপর অত্যাচার করত। তিনি গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন। তাঁকে এবং তাঁর দুই সন্তানকে নাকি বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। বর্তমানে সেসব সমস্যা মিটিয়ে তাঁরা ফের কাছাকাছি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports