বলিউডের কাস্টিং ডিরেক্টর তিনি, পরবর্তী সময়ে এসেছেন ছবির পরিচালনায়। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বন্ধুত্ব, প্রয়াত অভিনেতার শেষ ছবি ‘দিল বেচারা’-র পরিচালক হিসাবে এর আগে বহুবার চর্চায় উঠে এসেছে মুকেশ ছাবড়া। আবার কাস্টিং ডিরেক্টর হিসাবেও ফিল্ম ইন্ডাস্ট্রিকে বহু প্রতিভাবান অভিনেতা উপহার দিয়েছেন তিনি। তাঁর কাস্টিং সবসময়ই দর্শকদের প্রশংসা পেয়েছে।
সম্প্র এক সাক্ষাৎকারে কাস্টিং ডিরেক্টর হিসাবেই নিজের কাজ নিয়ে কথা বলেছেন মুকেশ ছাবড়া। তাঁকে প্রশ্ন করা হয়, নিজের এই কেরিয়ারে সবচেয়ে অদ্ভুত কোন জায়গা থেকে তিনি কোন অভিনেতাকে খুঁজে এনেছেন? উত্তরে মুকেশ ছাবড়া জানান, তিনি একজন ছেলেকে রাস্তায় স্টান্ট করতে দেখেছিলেন এবং পরে তাঁকে তিনি ছবিতে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন। সেই ছেলেটি তাঁর প্রথম ছবিতেই ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিল।
'প্রতিটি কোণায় প্রতিভা লুকিয়ে আছে'
কার্লি টেলস-কে দেওয়া সাক্ষাৎকারে কথা বলার সময় মুকেশ ছাবড়া বলেন, ‘আমার মনে হয় এদেশের প্রতিটি কোণায় প্রতিভা লুকিয়ে আছে। অনেকেই হয়ত জানেনও না, যে আপনি যেখানেই যান না কেন, যে কোনও শহরে, গ্রামে, দোকানে, কেউ না কেউ হয়ত তাঁর স্বপ্নের ক্যাপ্টেন।’
রাস্তায় কী করত সেই ছেলেটি?
মুকেশ আরও বলেন, 'আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছেলেটি ছিল ইরফান। লোখান্ডওয়ালা-র রেড লাইটে এলাকায় ও হুইলি (এক ধরণের স্টান্ট যেখানে বাইক বা সাইকেলের সামনের চাকা হাওয়ায় উঠানো হয়) করত। 'চিল্লার পার্টি'-ছবির জন্য ওমনই একটা ছেলের প্রয়োজন ছিল আমার, তাই আমি ওর পিছনে পড়ে যাই। ছেলেটির মা শুরুতে ভেবেছিলেন আমি হয়ত বাচ্চা তুলে নিয়ে যাচ্ছি। তাই তাঁকে বুঝিয়ে আমি একদিন আমার সঙ্গে শ্যুটিংয়ের ওয়ার্কশপে নিয়ে এলাম, আমার অফিসে ওয়ার্কশপ করিয়েছিলাম। ওই ছেলেটিই ছিল চিল্লার পার্টির ইরফান খান।'
আরও পড়ুন-'পুরানো সেই দিনের কথা…', চাহালে মজে! অতীতে ফিরে গেলেন প্রীতি
ইরফান ছবির জন্য জিতে নেয় ন্যাশনাল অ্যাওয়ার্ড
মুকেশ জানান, ওয়ার্কশপের পর তিনি লোখান্ডওয়ালা-র রেড লাইটে এলাকা থেকে তুলে নিয়ে আসা সেই ছোট্ট ইরফানকে 'চিল্লার পার্টি'-তে কাস্ট করেন। ছবিতে সে গুরুত্বপূর্ণ 'ফটকা'-র চরিত্রে অভিনয় করেছিল। মুকেশ ছাবড়া বলেন, এরপর সেই চরিত্রের জন্য সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। কাস্টিং ডিরেক্টর বলেন- ‘এরপর ও আমাদের সঙ্গে আরও একটি ছবি করেছে, শাহিদ (রাজকুমার রাও-এর ছবি-পরিচালনায় হনসল মেহতা)। তারপর কাই পো চে। আমার মনে হয় এভাবেই হয়, মানুষ যেখানেই থাকুক না কেন, প্রতিভা সর্বত্র আছে, শুধু আমাদের খুঁজে বের করতে হয়।’