বাংলা নিউজ > বায়োস্কোপ > Mithun Chakraborty-Saregamapa: মিঠুনকে তাঁর ছেলে নাম ধরে ডাকেন! নমশির কোন কথায় সারেগামাপা-র মঞ্চে কেঁদে ফেললেন মহাগুরু?
পরবর্তী খবর
Mithun Chakraborty-Saregamapa: মিঠুনকে তাঁর ছেলে নাম ধরে ডাকেন! নমশির কোন কথায় সারেগামাপা-র মঞ্চে কেঁদে ফেললেন মহাগুরু?
1 মিনিটে পড়ুন Updated: 06 Nov 2023, 09:22 PM ISTSubhasmita Kanji
Mithun Chakraborty-Saregamapa: সারেগামাপাতে মিঠুনের জন্য তাঁর ছেলে নমশি একটি ভিডিয়ো মেসেজ পাঠিয়েছিলেন। সেখানে বাবাকে নিয়ে কী বললেন তিনি?
নমশির কোন কথায় সারেগামাপা-র মঞ্চে কেঁদে ফেললেন মিঠুন?
জি টিভির সারেগামাপাতে এখন মিঠুন চক্রবর্তী স্পেশাল পর্ব চলছে। সেখানেই এদিন আচমকা কেঁদে ফেললেন মিঠুন। তাঁর ছেলে তথা অভিনেতা নমশি চক্রবর্তী তাঁর জন্য এদিন একটি ভিডিয়ো মেসেজ পাঠিয়েছিলেন। সেটা দেখেই কেঁদে ফেলেন তিনি। এই ভিডিয়োতে নমশি বলেন যে তিনি অত্যন্ত ভাগ্যবান যে তিনি মিঠুন চক্রবর্তীর সন্তান, তাঁর বাড়িতে জন্মেছেন। বলেন যে তিনি একজন সুপারস্টারের বাড়িতে জন্মানোর জন্যই তিনি কঠিন পরিশ্রম না করে অনেক কিছু পেয়েছেন।
জি টিভির তরফে সারেগামাপার একটি নতুন প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে, সেখানেই নমশিকে তাঁর বাবা মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গে কথা বলতে শোনা যায়। ছেলের কথায় বিগলিত হয়ে যান মিঠুন।
মিঠুনকে নিয়ে কী বলেছেন নমশি?
এদিন তাঁকে সেই ভিডিয়ো মেসেজে বলতে শোনা যায়, 'আমার বাবা মা আমার খুব ভালো বন্ধু। বাবা তো আমার বেস্ট ফ্রেন্ড। আমরা বাড়িতে ওঁকে বাবা নয়, মিঠুন বলে ডাকি। আমরা না চাওয়া সত্বেও উনি আমাদের সবটুকু দেন। আমি তো একদিন মাকে বলছিলাম যে এই জীবনে কিছু না চেয়েও, কঠিন পরিশ্রম না করেও সব কিছু পেয়েছি। আমরা একজন সুপারস্টারের বাড়িতে জন্মেছি। উনি আমার মাটিতে পা রাখতে যেমন শিখিয়েছেন তেমনই দিয়েছেন সব কিছু। ওঁর এখন ৭৩ বছর বয়স তাও প্রতিটা ছবিতে উনি এখনও সততার সঙ্গে কাজ করেন।'
তিনি আরও বলেন, 'একটা সময় আর ওঁর ছবি চলছিল না, তবুও উনি কোনওদিন ভেঙে পড়েননি। তাঁর এই ৪৫ বছরের কেরিয়ারে তিনি মহামারীর সময়ের দুটো বছর ছাড়া কখনই বাড়ি বসে থাকেননি। উনি অফস্ক্রিনেও আমার হিরো। অনেক ধন্যবাদ বাবা সবটার জন্য।'
এই ভিডিয়ো দেখে ইমোশনাল হয়ে পড়েন মিঠুন। তাঁকে ঘনঘন চোখ মুছতে দেখা যায়। ভিডিয়োর শেষে বাবা ছেলে একে অন্যকে ফ্লাইং কিস দেন।