দোলন রায় এবং দীপঙ্কর দে-র দাম্পত্য নিয়ে কাটাছেঁড়া কম হয় না সোশ্যাল মিডিয়ায়। মেয়ের চেয়েও কম বয়সী দোলন রায়কে ৭৬ বছর বয়সে এসে বিয়ে করেছিলেন টলিউডের ‘টিটোদা’ অর্থাৎ দীপঙ্কর দে। যদিও তাঁদের সম্পর্কের বয়স প্রায় আড়াই দশকের। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দোলনের সঙ্গে লিভ ইন জড়ান দীপঙ্কর। ২৩ বছরের সহবাস সম্পর্কে আইনি সিলমোহর পরে ২০২০ সালে। আরও পড়ুন-৮০-তে পা দীপঙ্করের, টিটোর জন্মদিনে পায়েস রাঁধলেন দোলন, স্বামীর চেয়ে বয়সে কত ছোট অভিনেত্রী?
দোলন-দীপঙ্কর এখন ঘোর সংসারী। সম্পর্কে শারীরিক সুখ না মিললেও মানিয়ে নিয়েছেন দোলন। নিজেদের প্রেম, সহবাস, গোপন বিয়ে নিয়ে বরাবরই খোলামেলা দুজনে। তবে জানেন কে ছিলেন দীপঙ্কর দে-র প্রথম স্ত্রী?
এতদিন শোনা যেত, দীপঙ্করের প্রথম স্ত্রী ছিলেন এক অ্যাংলো ইন্ডিয়ান মহিলা। তবে তাঁর নাম-পরিচয় কিংবা ছবি সেভাবে সামনে আসেনি। তবে 'দীপঙ্করের কথা' বইতে নিজের প্রথম স্ত্রীর কথা খোলাখুলি বলেছেন অভিনেতা। লেখিকা মৌমিতা দে-র ফেসবুক পোস্টে এদিন উঠে এল দীপঙ্কর দে-র জীবনের সেই ফেলা আসা অধ্যায়ের কথা।
দীপঙ্কর দে-র প্রথম স্ত্রীর নাম বান্টি রোজ দে। যৌবনে দিল্লিতে চাকরি করতেন অভিনেতা, সেখানেই বান্টির সঙ্গে আলাপ তাঁর। সেই অবাঙালি খ্রিষ্টান তরুণী চাকরি করতেন দিল্লিতে এএসপি কোম্পানিতে রিসেপশনিস্ট হিসেবে। প্রথম আলাপেই তৈরি হয়েছিল ভালোলাগা, তারপর ভালোবাসা। দীপঙ্কর দে-র কথায়,'বান্টি ছিলেন ঝকঝকে সুন্দরী, ঝরঝরে ইংরেজি বলতেন,তকতকে ব্যক্তিত্ব ছিল তাঁর'। ১৯৬৯ সালে বিয়ের বাঁধনে বাঁধা পড়েন দুজনে। তাঁদের দুই কন্যা বৈশালী এবং বিশাখা। বড় মেয়ের মৃত্যু হয়েছে ২০২৩ সালে।
সংসার সুখের হয়নি দীপঙ্কর-বান্টির। আলাদা হয়ে যান দুজনে। তবে আইনি বিচ্ছেদ হয়নি শুরুতে। সেইসময়ই দীপঙ্করের জীবনে নতুন বসন্ত হয়ে প্রবেশ করেন দোলন। দীপঙ্করের বিবাহিত তকমা, দুই সন্তানের বাবা হওয়া কিংবা বয়সের বিস্তর ফারাক বাধা হয়নি এই সম্পর্কে। দুজনের প্রথম আলাপ নিয়ে দোলন জানিয়েছেন, ‘ওর সঙ্গে আমার প্রথম আলাপ অনেক আগে, তখন ভাবিনি এই আলাপটা প্রলাপ হয়ে যাবে। একটা নাটক করতে গিয়ে দেখা হয়েছিল। রবি ঘোষের পরিচালনায় ছদ্মবেশী নাটকে টিটোটা হিরো ছিল, আর শ্রীলা মজুমদার হিরোইন ছিলেন। আমিও ছিলাম। ওখানেই প্রথম আলাপ, আর এই আলাপ প্রলাপে পরিণত হয়েছে ১৯৯৭-এ। আর এই প্রলাপটা চলবে সারাজীবন’।
১৯৯৭ সালে মন্দিরে গোপনে বিয়ে করেন দুজনে। তবে এই বিয়ে বৈধ নয়। কারণ তখনও ডিভোর্স হয়নি তাঁর। দীর্ঘদিন লিভ ইনের পর ২০২০ সালে কাগজে কলমে বিয়ে করেন দুজনে। সতীন বান্টির সঙ্গে কেমন সম্পর্ক দোলনের? অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, তিনি কারুর ঘর ভাঙেননি। ‘দীপঙ্করের সঙ্গে যখন আমার সম্পর্ক হয়, তার আগে থেকেই তাঁদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। তাই আমার প্রতিও অভিযোগ ছিল না। আমার স্বামীর প্রথম স্ত্রীকে আমি খুব সম্মান করি’, অকরটে জানিয়েছেন দোলন রায়।