উত্তরবঙ্গে গিয়ে মহা বিপদে জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনোময় ভট্টাচার্য। বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলে সোমবার এক ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হন গায়ক মনোময় ভট্টাচার্য ও বাচিকশিল্পী সাম্য কার্ফা।
জানা যাচ্ছে, জঙ্গল সাফরির সময় এক বড় মাখনা হাতি সঙ্গীতশিল্পী ও তাঁর সঙ্গীদের গাড়ির পথ আটকে দেয়। আচমকাই গাড়ির দিকে তেড়ে আসে সে। কোনওরকমে চালকের তৎপরতায় তাঁদের গাড়ি পিছু হটে। অল্পের জন্য প্রাণে বাঁচেন মনোময় ও তাঁর সঙ্গীরা।
সাফরির সময় ঠিক কী ঘটেছিল?
স্থানীয় সূত্রে খবর, ২২ ও ২৩ মার্চ উত্তরবঙ্গের জঙ্গলের এক বেসরকারি কলেজের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মনোময় ভট্টাচার্য ও সাম্য কার্ফা। কাজ শেষে ২৪ মার্চ সকালে তাঁরা বক্সা টাইগার রিজার্ভ জয়ন্তীর জঙ্গলে সাফরিতে বের হন। তবে জঙ্গলের গভীরে ঢোকার পরই বিপত্তি ঘটে। বিশাল একখানা হাতি তেড়ে আসে। হাতিটির সঙ্গে তার শাবকও ছিল। গাড়ি চালক পিছু হটলেও প্রায় ৪০ মিটার ধরে হাতিটি গাড়িটিকে তাড়া করেছিল। যদিও গাড়ি চালকের তৎপরতায় সকলেই নিরাপদেই ফিরতে পেরেছেন।
আরও পড়ুন-শো করতে ঢোকার সময় যুবকের অশালীন স্পর্শের চেষ্টা? বেজায় চটে গিয়ে মেরেই দিলেন শ্রাবন্তী
ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার হাত ধরে ছড়িয়ে পড়েছে। উত্তরবঙ্গ সফরের বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন সঙ্গীতশিল্পী।
প্রসঙ্গত, সঙ্গীত শিল্পী হিসাবে নিজের মিউজিক কেরিয়ারে ২৭ বছর পার করেছেন মনোময় ভট্টাচার্য।