দেখতে দেখতে মহাষ্টমী। ইতিমধ্যেই সকলে পুষ্পাঞ্জলি দিয়ে, দেবীর কাছের মনের ইচ্ছের কথা জানিয়ে জ্বালিয়েছেন সন্ধিপুজোর প্রদীপ। শহর জুড়ে আজ আলোর বন্য, আড্ডা, রাশি রাশি রাত জাগা হাসি মুখ প্যান্ডেলে প্যান্ডেলে। আনন্দের জোয়ারে ভাসছে বঙ্গবাসী। আর তারকারাও এর ব্যতিক্রম নন। কেমন কাটছে পর্দার 'রাঙামতী' মনীষা মন্ডলের পুজো? তা নিয়েই হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে খোলামেলা আড্ডায় ধরা দিলেন নায়িকা।
আরও পড়ুন: কেক কেটে, ভক্তদের সঙ্গে সেলফি তুলে জন্মদিনের উদযাপন করলেন প্রসেনজিৎ! কত বয়স হল নায়কের?
পুজোয় মানেই তো নতুন নতুন পোশাক। মনীষার কাছে পুজোর জামার আবেগটা ঠিক কেমন? প্রশ্নে নায়িকা জানান, 'নিজের জন্য আমি সারাবছরই কিছু না কিছু কিনতেই থাকি। তাই পুজো বলে আলাদা করে কেনাকাটা কিছু নেই। হ্যাঁ, পুজোর সময় আমি বাড়ির সকলের জন্য অনেক কেনাকাটা করি।'
কিন্তু পুজো মানে তো শুধু নতুন পোশাক নয়, সঙ্গে প্যান্ডেল হপিংও করেন অনেকে। তবে তারকাদের ক্ষেত্রে সেটা বেশ কঠিন। কারণ তাঁরা ভিড়ে মিশে ওভাবে প্রতিমা দর্শন করতে পারেন না। কিন্তু ঘুরে ঘুরে এই ঠাকুর দেখাটা কতটা মিস করেন নায়িকা? এই প্রসঙ্গে তিনি বলেন, 'পুজোয় আমি কলকাতায় থাকি না। আসলে আমার ভিড় খুব একটা ভালো লাগে না। অনেকেই হয়তো পুজোর ভিড়টা খুব পছন্দ করেন। ভিড়ের মধ্যে ঠাকুর দেখাতেই মজা। কিন্তু লাইনে দাঁড়িয়ে ভিড় ঠেলে ঠাকুর দেখা ওভাবে হয়ে ওঠে না আমার। আর আমার বাড়িও তো কলকাতায় নয়। তাই পুজোয় আমরা যে যেখানেই থাকি না কেন আমি, মা, বাবা, দাদা একসঙ্গে থাকার চেষ্টা করি। আমরা চার জনে পুজো পুজো আমেজ নিয়ে বাড়িতেই থাকি, বা কোথাও ঘুরতে বেরিয়ে পরি। ওটাই আমাদের আনন্দ। আমাদের চারজনের একসঙ্গে থাকার মধ্যেই পুজোর আনন্দ রয়েছে। আমরা একসঙ্গে খেতে যাই। অনেক সময় যে প্যান্ডেলে খুব একটা ভিড় থাকে না সেখানে গিয়ে মাকে দর্শন করি।'
আরও পড়ুন: প্রেমের গুঞ্জনের মাঝেই সুস্মিতার সঙ্গে মহাষ্টমীতে অঞ্জলি দিলেন সাহেব! রংমিলান্তিতে নজরকাড়া 'কথাগ্নি'
তবে ছোটবেলার পুজোর তো একটা আলাদা উন্মাদনা থাকে। সেই সময়টাকে কতটা মিস করেন নায়িকা। তাঁর কথায়, 'এখন ঠিক যেমনটা কাটে বললাম ছোটবেলার পুজোটাও একদম সেরকমটাই কাটত। তাই মিস করার কোনও জায়গা নেই। ছেলেবেলা থেকেই বাবা-মায়ের সঙ্গে পুজো কাটিয়েছি। এখনও সেটাই চলে আসছে। এর থেকে ভালো আর কী হতে পারে। আগামী বছরগুলো ওঁদের সঙ্গেই কাটাতে চাই। আর এই বছর আমি পুজোর জন্য মুখিয়ে ছিলাম। কারণ এক বছর বাড়ি আসতে পারিনি।'
আর পুজোর খাওয়া দাওয়া? নায়িকার কথায়, 'শুধু পুজো বলে নয়, আমি কখনওই খুব কঠোর ভাবে ডায়েট করি না। আমি বরং শরীরচর্চায় বেশী করে মন দিই যাতে আমি সব খাবার খেতে পারি। আর পুজোর সময় তো খাবার নিয়ে আর কোনও নিয়ম থাকে না। আমি খেতে খুব ভালোবাসি' আর ভালোবাসা, মানে প্রেম? পুজোয় কি কখনও প্রেমে পড়েছেন মণীষা? কিংবা কোনও প্রেমের প্রস্তাব পেয়েছেন? এই প্রশ্নে নায়িকা বলেন, 'প্রেম নয়, তবে অনেক স্টকার পেয়েছি। সেটা খুবই খারাপ একটা বিষয়। কিন্তু পুজো প্রেম কখনও হয়নি।