
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে অবশেষে গাঁটছড়া বাঁধলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি। সদ্য বিবাহিত দম্পতি মঙ্গলবার রাতেই বিয়ের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে ক্যাপশনে লেখা ‘আব হামারি পার্মানেন্ট বুকিং হো গ্যয়ি হ্যায়।’
বর-কনে দুজনের পোশাকই ডিজাইন করেছেন মণীশ মলহোত্রা। বলিউডের এই সেলেব্রিটি ফ্যাশন ডিজাইনারের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে বর আর কনের ডিজাইন করা পোশাকের খুঁটিনাটি। বিয়েতে গোলাপি রঙের লেহেঙ্গা পরেছিলেন কিয়ারা। আর সিদ্ধার্থের জন্য ছিল মেটালিক গোল্ড শেরওয়ানি।
‘#ManishMalhotraBride কিয়ারা আডবানি পরেছিলেন কাস্টও ওমব্রে গোলাপি রঙের লেহেঙ্গা। যাতে খচিত ছিল রোমান স্থাপত্যের জটিল সূচিকর্ম, যা গম্বুজ শহরের প্রতি নবদম্পতির বিশেষ ভালবাসার দ্বারা অনুপ্রাণিত। বসানো হয়েছে আসাল সোওয়াভাস্কি ক্রিস্টালস। সঙ্গে কনে পরেছিলেন মণীশ মলহোত্রার ডিজাইন করা বেসপোক ডায়মন্ড জুয়েলারি। এক্সক্লুসিভ এই সেটটিতে ব্যবহার করা হয়েছে বিরল পান্না।’
বরের পোশাক সম্পর্কে মণীশ মলহোত্রার পেজে উল্লেখ করা হয়েছে ‘আমাদের সুদর্শন #ManishMalhotraGroom সিদ্ধার্থ মলহোত্রা পরেছিলেন মেটালিক গোল্ড শেরওয়ানি। যাতে রয়েছে আমাদের ক্লাসিক সিগনেচার ওয়ার্ক, আইভরি থ্রেডওয়ার্ক, গোল্ড জারদৌসি। সঙ্গে বরের সাজে ব্যবহার করা হয়েছে মণীশ মলহোত্রা পোলকি গয়না যাতে ব্যবহার করা হয়েছে আনকাট হিরে রাজকীয় লুক ক্রিয়েট করতে।’
২০২১ সলের মুক্তিপ্রাপ্ত হিট ছবি ‘শেরশাহ’-এর সেট থেকেই প্রেমটা শুরু হয়েছিল সিদ্ধার্থ মলহোত্রা আর কিয়ারা আডবানির। দু বছরের প্রেমপর্বের পর অবশেষে পরিণতি পেল এই সম্পর্ক। মঙ্গলবার ৭ জানুয়ারি হিন্দু রীতি মেনে ব্যান্ড বাজা বারাতের সঙ্গে হল বিয়ে। সারা দেশে ছড়িয়ে থাকা তাঁদের অনুরাগীরা দুজনকে বিয়ের শুভেচ্ছা তো জানিয়েইছে, সঙ্গে শুভেচ্ছাবার্তা এসেছে বলিউডের অন্দর থেকেও। অতিথি তালিকায় দুই পরিবারের সদস্যরা ছাড়াও ছিলেন ইশা আম্বানি, করণ জোহর, মীরা রাজপুত ও শাহিদ কাপুর, জুহি চাওলারা।
এই রাজকীয় বিয়েতে ১০ দেশের ১০০-র বেশি পদ ছিল অতিথিদের জন্য। মেনুতে ছিল ইতালিয়ান, চাইনিজ, আমেরিকান, সাউথ ইন্ডিয়ান, মেক্সিকান, রাজস্থানী, পঞ্জাবি এবং গুজরাটি খাবার। মিষ্টির মধ্যে ছিল জয়সলমেরের বিখ্যাত ঘোটওয়ান লাড্ডু। পাঞ্জাবি ছেলে সিদ্ধার্থ, পাঞ্জাব এবং দিল্লি থেকে আসা বরপক্ষের জন্য মশলাদার ও চটকদার খাবারেরও ব্যবস্থা ছিল। বিয়ের পর সূর্যগড় দূর্গে মঙ্গলবারই বসেছে রিসেপশনের আসর। জানা যাচ্ছে, মুম্বইয়ের পাশাপাশি দিল্লিতেও বৌভাতের আয়োজন করবেন সিদ্ধার্থ।
৳7,777 IPL 2025 Sports Bonus