হাই প্রোফাইল বাড়িতে অপরিচিত মানুষের ঢোকার ঘটনা যেন বেড়েই চলেছে। মুম্বইয়ের পশ্চিম বান্দ্রার অভিজাত এলাকা পালি হিলের একটি বহুতল ভবনে ঢুকে পড়েছেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। কৃতি শ্যানন, জাভেদ জাফরি, কেএল রাহুল সহ বহু সেলিব্রিটি এই বিল্ডিংয়ে থাকেন। পাপারাৎজি পেজ ইনস্ট্যান্ট বলিউডের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি শুধু ভবনের ভেতরেই প্রবেশ করেননি, ভবনের লিফটও ক্ষতিগ্রস্ত করেছেন। তিনি লিফটের ভিতরে বড় বড় পাথর রেখেছিলেন এবং চত্বরে লাগানো সিসিটিভি ক্যামেরার সামনে নোংরা অঙ্গভঙ্গিও করেছিলেন। পুলিশ সিসিটিভি ক্যামেরার সাহায্যে সন্দেহভাজনকে সনাক্ত করেছে। পুলিশ তদন্ত শুরু করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ অবস্থায় তার সুস্থ হওয়ার পর অধিকতর তদন্ত করা হবে।
প্রসঙ্গত, এর আগে গত ২৬ মে বান্দ্রায় বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের বাড়িতে ঢুকে পড়েন ৪৭ বছর বয়সী এক নারী। সেই সময় বাড়িতে ছিলেন না অভিনেতা। তাঁর গৃহকর্মী দরজা খুললে তিনি বলেন, তাঁর অ্যাপয়েন্টমেন্ট আছে। তিনি আদিত্যর জন্য জামাকাপড় এবং উপহার নিয়ে এসেছিলেন। আদিত্য ফিরে এলে তাঁর বাড়ির পরিচারিকা তাঁকে ওই মহিলার কথা জানালে ওই মহিলার সত্যতা প্রকাশ্যে আসে, জানা যায় এমন কারও কোনও অ্যাপয়েন্টমেন্ট ছিলই না। একইভাবে টিভি অভিনেতা কুশল ট্যান্ডনের বাড়িতেও কিছুদিন আগে ঢুকে পড়েন এক মহিলা ভক্ত। আর সইফ আলির বাড়িতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে কী কাণ্ড কয়েক মাস আগে ঘটিয়েছে সে কথা তো সকলেরই জানা!