১৯৮২ সালে মুক্তি পেয়েছিল মৃণাল সেন পরিচালিত ছবি ‘খারিজ’। সেই ছবি থেকেই 'পালান' তৈরির অনুপ্রেরণা পেয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। মৃণাল সেনের জন্ম শতবর্ষে শ্রদ্ধা জানাতেই এই ছবি বানিয়েছেন পরিচালক। 'খারিজ' ছবিটিকেই বর্তমান সময়ের প্রেক্ষাপটে নতুন রূপ দিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
পালান ট্রেলার
বাড়ি পুরনো, দেওয়ালও ভগ্নপ্রায়। যেকোনও মুহূর্ত ভেঙে পড়তে পারে বাড়ির যেকোনও অংশ। তবুও এই ভাঙচোরা পুরনো বাড়িতেই তো পুরনোদিনের স্মৃতি আঁকরে বেঁচে রয়েছেন কিছু পুরনো মানুষ। এই মানুষগুলির কাছে সেই স্মৃতি, পৈত্রিক ভিটের প্রতি ভালোবাসা, মূল্যবোধ, এসবই ভীষণ গুরুত্বপূর্ণ। এসবের মাঝেই এই পুরনো বাড়ির চাঙর ভেঙে রক্তারক্তি কাণ্ড বাড়ির এক সদস্যার।
এই ঘটনার পরই পুরনো বাড়ি নিয়ে টানাপোড়েন আরও বাড়ে। বাড়ির একটা অংশে ‘বিপজ্জনক বাড়ি’ বলে নোটিশ ঝুলিয়ে দিয়েছে পুরসভা। কিন্তু এই বাড়িটার ভবিষ্যৎ কী? বাড়ি কি ভেঙে ফেলা হবে? নাকি সারাই করা হবে? এমনই প্রশ্ন তুলে সামনে এসেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি 'পালান'-এর ট্রেলার। ক্যাপশানে লেখা হয়েছে, ‘সমস্যা নয়, কেবল সময় বদলায় !’