সম্প্রতি মালাইকা আরোরা এবং অর্জুন কাপুরের সম্পর্ক নিয়ে শুরু হয় জোর চর্চা শুরু হয়। গত কয়েক দিন ধরে শোনা যেতে থাকে তাঁরা নাকি আলাদা হয়ে গিয়েছেন। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয়েছে তাঁদের। এ হেন গুঞ্জনের পর এবার গোটা বিষয় বিয়ে মুখ খুললেন মালাইকার ম্যানেজার। জানালেন যা যা রটেছে সবটাই মিথ্যে, ভুয়ো। গুজব ছাড়া এগুলো কিছুই নয়।
মালাইকা - অর্জুনের বিচ্ছেদ হয়নি? কী জানা যাচ্ছে?
ইন্ডিয়া টুডের একটি রিপোর্টে সম্প্রতি জানানো হয় মালাইকা আরোরার ম্যানেজার জানিয়েছেন এই তারকা জুটির মোটেই বিচ্ছেদ হয়নি। তাঁরা একসঙ্গেই আছেন। মালাইকা এবং অর্জুনের বিচ্ছেদ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, 'না না, সবটাই মিথ্যে।'
মালাইকা এবং অর্জুনের সম্পর্ক
মালাইকা আরোরা এবং অর্জুন কাপুর প্রায় ছয় সাত বছর একসঙ্গে আছেন। তাঁরা ২০১৮ সালে নিজেদের সম্পর্কের কথা আনুষ্ঠানিক ভাবে স্বীকার করেন অভিনেত্রীর সেই বছরের জন্মদিনে। সম্প্রতি পিঙ্কভিলার তরফে একটি রিপোর্টে দাবি করা হয় যে তাঁরা নাকি আলাদা হয়ে গিয়েছেন। এবং এই বিষয়ে তাঁরা কেউই কিছু বলতে চান না।
তবে কেবল উক্ত সংবাদমাধ্যম নয়, IANS এর তরফেও একই তথ্য দেওয়া হয়। জানানো হয় অর্জুন এবং মালাইকা আলাদা হয়ে গিয়েছেন। তবে তাঁরা এখনও একে অন্যকে সম্মান করেন। যোগাযোগ আছে তাঁদের মধ্যে।
এই বিষয়ে বলে রাখা ভালো। এটাই প্রথমবার নয় যখন তাঁদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গেল। আগেও বহুবার তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। তারপর জানা গিয়েছে সবটাই মিথ্যে। বারংবার তাঁদের এমন গুঞ্জনের পর লাবিডাবি ছবি পোস্ট করতে দেখা গিয়েছে।
অর্জুনের সঙ্গে সম্পর্কে আসার আগে মালাইকা আরোরার সলমন খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের ১৮ বছর ২০১৭ সালে তাঁরা আলাদা হয়ে যান। বর্তমানে আরবাজ খান আবার বিয়ে করেছেন। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি সুরা খান নামক এক মেকআপ আর্টিস্টের সঙ্গে নিকাহ পড়েছেন।