আর মাত্র মাসখানেকের অপেক্ষা! তারপরই সবচেয়ে বড় উৎসব, দুর্গাপুজোয় মজবে বাঙালি। আর উৎসবের শুরুটা নিঃসন্দেহে মহালয়া দিয়ে। আর মহালয়ার ভোর যেমন শুরু হয় রেডিয়োতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ দিয়ে। তেমনই টিভিতে মহালয়ার চাহিদাও থাকে তুঙ্গে।
ইতিমধ্যেই খবর মিলেছে যে, স্টার জলসা চ্যানেলে এবারেও দেবী দুর্গা হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ইতিমধ্যেই স্টার জলসার মহিষাসুরমর্দিনীর যে প্রোমো সামনে এসেছে। পঞ্জিকা মতে, এবছর দেবীর আগমন হবে গজে। জলসার মহালয়ার প্রোমোতে দেখা গিয়েছে যে, প্রোমোর শুরুতেই দেখা গিয়েছে একটা রুক্ষ-শুষ্ক অঞ্চলে বেশ কিছু শকুন বসে। অর্থাৎ মানবজীবন বিপর্যস্ত। মৃত্যুর হাতছানি চারদিকে। এরপরই শুকনো মরুতে নূপুর পরা আলতা রাঙা দেবীর চরণ। দেবীর চরণ স্পর্শে সেই শুকনো মাটি হয়ে ওঠে সুজলা সুফলা শস্য শ্যামলা। তারপর দেখা যায় গজরাজ অর্থাৎ হাতির পা। আবহ থেকে একটি কন্ঠে শোনা যায়, ‘মা আসছেন গজে, নিয়ে আসছেন শান্তির আশীর্বাদ।’
তবে প্রোমোতে এখনও কারও মুখ দেখানো হয়নি চ্যানেলের তরফে। তবে কোয়েলের পাশাপাশি, শিব হিসেবে বাংলার এই মুহূর্তে পরশুরাম ধারাবাহিকের নায়ক ইন্দ্রজিৎ বসু-র থাকার খবর। আর সঙ্গে দ্বিতীয়বার অসুর হতে চলেছেন ধ্রুবজ্যোতি সরকার, এমনটাই কানাঘুষো। পিলু থেকে শুরু করে মিঠাই- নেতিবাচক চরিত্রে বরাবরই দর্শকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন ধ্রুব। এখন দেখার সত্যিই তিনি অসুর হিসেবে আরও একবার মহালয়া করেন কি না?