আর কটা দিন, তারপরই নতুন বাংলা বছর। আর নববর্ষ মানেই দোকানে দোকানে হালখাতা, নতুন জামা পড়ে বাবা মায়ের বা দাদুর হাত ধরে দোকানে গিয়ে হালখাতা করতে যাওয়া। আর ফিরতি পথে হাতে থাকত মিষ্টির প্যাকেট এবং বাংলা ক্যালেন্ডার। এবার সেই বাংলা ক্যালেন্ডার নিয়েই বিশেষ বার্তা দিলেন লাফটারসেন। ওরফে নিরঞ্জন মন্ডল।
আরও পড়ুন: স্মৃতি ফিরতেই বাবার মুখোমুখি রোশনাই, কিন্তু জানতে পারবে কি তার আসল পরিচয়?
আরও পড়ুন: ইতিহাসের অপূর্ণ প্রেমের গল্পের গভীরতায় ডুব স্বস্তিকা-অনির্বাণের! উঠে এল কাদের কথা?
কী ঘটেছে?
রোজকার জীবনে বাংলা ক্যালেন্ডারের বিশেষ চল নেই বললেই চলে। তাও একটা সময় অমাবস্যা, একাদশী বা অন্যান্য পুজোর তিথি, দিন ইত্যাদি দেখার জন্য বাংলা ক্যালেন্ডার দেখা হতো। কিন্তু এখন দিন দিন সেই ব্যবহারও কমে যাচ্ছে। কবে বাংলার কোন মাস শুরু হচ্ছে, কোন বাংলা মাসে কত দিন থাকে সেটা অধিকাংশ বাঙালিই বলতে পারবে না। এমনকি নববর্ষ ছাড়া হুট করে এটা বাংলার কোন বছর বললেও অনেকে উত্তির দিতে পারবে না। তবুও এই দিনটা বিশেষ বাঙালিদের কাছে। আর দিনটার সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে হালখাতা জড়িয়ে থাকলেও বাংলা ক্যালেন্ডার যেন এখন বাড়তি, ব্রাত্য। আগে বাঙালি বাড়িতে তাও এক কোণে পড়ে থাকত সে, এখন সেটাও থাকে না। সবই ফোনে দেখা যায়, জানা যায়। আর সেই বিশেষ বার্তাই এদিন লাফটারসেন তাঁর পোস্টের মাধ্যমে দিলেন।
লাফটারসেন ওরফে নিরঞ্জন মন্ডল বরাবরই তাঁর পোস্টের মাধ্যমে নানা বিশেষ বার্তা দিয়ে থাকেন। আর এদিনও পয়লা বৈশাখের আগে বাংলা ক্যালেন্ডার যে পাকাপাকি আমাদের জীবন থেকে হারাতে বসেছে সেটাও বোঝালেন। আর সেই ভিডিয়ো দেখেই নস্টালজিয়ায় ভুগছে নেটপাড়া।
কে কী বলছেন?
এদিন এক ব্যক্তি লেখেন, 'ভাই কিভাবে পারেন এতো ইউনিক কনটেন্ট বানাতে।' আরেকজন লেখেন, 'কন্টেন্টটি চমৎকার হয়েছে! অনেকেই হা হা রিয়েক্ট দিয়েছেন জানি না কেন। এটা আমার কাছে আর সব ফানি কন্টেন্টের মতো লাগেনি। অনেক সিরিয়াস ইস্যু তুলে ধরা হয়েছে। মেসেজ দেওয়া হয়েছে। ছোট্টবেলায় সেই কবে দেখেছিলাম বাংলা ক্যালেন্ডার। এখন আর কই সেই ক্যালেন্ডার?' তৃতীয় জনের কথায়, 'তোমার মাথায় কি আছে দেখতে মন চায় কিভাবে এই জড় বস্তুগুলোকে মানুষের রূপ দাও আর আমরা সেগুলো feel-ও করি। তোমায় প্রণাম, তোমার কনটেন্ট, উফফফ ভাবতেও দম চাই বস।'
আরও পড়ুন: কৌশিককে 'কষ্ট' দিয়েছেন পরমব্রত! সমাজ মাধ্যমে 'মৃত্যুঞ্জয় কর'-এর নামে কী অভিযোগ আনলেন পরিচালক?
এই গোটা ভিডিয়ো দেখে আপনার কী মত?