বিয়ে করছেন কৃতি শ্যানন? লন্ডনের কোটিপতি ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে দিল্লি বিমানবন্দরে কৃতিকে দেখা যেতেই শুরু হয়েছে তাঁদের বিয়ের চর্চা। যদিও কৃতি কিংবা কবীর দুজনেই কখনও তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। তবে আজকাল প্রায়ই তাঁদের একসঙ্গেই দেখা যায়। শোনা যাচ্ছে, পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতেই তাঁরা দিল্লিতে গিয়েছিলেন। আর সেটাই তাঁদের বিয়ের জল্পনা বাড়িয়ে দিয়েছে।
হ্যাঁ, ঠিকই শুনেছন! কৃতি শ্যানন এবং তাঁর চর্চিত প্রেমিক কবীর বাহিয়াকে সম্প্রতি বিমানবন্দরে একসঙ্গে হাঁটতে দেখা গিয়েছে। যদিও মাস্কে মুখ ঢেকে, ক্যাপ ও সানগ্লাস পরে সাধারণের সঙ্গেই মিশে হাঁটতে চেয়েছিলেন কৃতি। তবু সাদা টপ, নীল ডেনিম এবং কালো জ্যাকেটে বেশ স্টাইলিশ দেখাচ্ছিল তাঁকে। অন্যদিকে কবীরকে একটি কালো ছিমছাম টি-শার্টে দেখা গিয়েছিল। সঙ্গে পরেছিলেন ম্যাচিং প্যান্ট ও জুতো। তবে কৃতী-কবীরের রসায়ন এদিন পাপারাৎজির ক্যামেরায় লেন্সবন্দি হয়।
তবে বলিপাড়ায় জোর খবর, কৃতি তাঁর চর্চিত এই প্রেমিককে বাবা-মায়ের সঙ্গে দেখা করাতে দিল্লিতে এনেছিলেন। যদি গুঞ্জনই সত্যি হয় তাহলে ২০২৫এর শেষের দিকেই সাতপাকে বাঁধা পড়তে পারেন কবীর-কৃতি।
আরও পড়ুন-‘গান গাইতে গাইতেই মারা যেতে চাই, এটাই আমার এখন একমাত্র ইচ্ছে…’, আবেগঘন আশা ভোঁসলে