জমিয়ে শুরু হয়ে গেছে 'কৌন বনেগা ক্রোড়পতি'-র ১৩ নম্বর সিজন। গত অগস্ট থেকেই শুরু হয়েছে এই নতুন সিজনের সম্প্রচার। সোম থেকে শুক্র সোনি টিভিতে সম্প্রচারিত হয় এই গেম শো। পাশাপাশি সোনি লিভ অ্যাপ এবং জিও টিভি-তে দেখা যায় কৌন বনেগা ক্রোড়পতি। ছোটপর্দায় রমরমিয়ে চলছে কেবিসি-র ওই নতুন সিজন। এবারের কেবিসি-র চলতি সিজন আরও ঝলমলে, আরও রঙিন, আরও মজার।ইতিমধ্যেই চ্যানেল কর্তৃপক্ষের তরফে কেবিসি-র এই এপিসোডের যে নয়া প্রমো সামনে আনা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে শো চলাকালীন গল্প আড্ডার ফাঁকে হট সিটে বসা রুচি নামের এক প্রতিযোগী অমিতাভকেই একটি খেলার চ্যালেঞ্জ ছুড়ে দেন। প্রশ্নোত্তর পর্বের ফাঁকে তাঁর সঙ্গে গল্প-আড্ডা দেওয়ার সময় অমিতাভকে একটি খেলার 'চ্যালেঞ্জ' জানান ওই প্রতিযোগী। প্রস্তাব পেয়ে রীতিমতো অবাক হয়ে অমিতাভ বলে ওঠেন, 'এই যে আপনার সঙ্গে এই কেবিসি থেকেছি আমি সেটা কি যথেষ্ট নয়?' একটুও না দমে রুচি বলে ওঠেন, 'আপনার সঙ্গে খেলার জন্য এতদূর এখানে আমি এসেছি। তাই আপনাকেও এবার আমার সঙ্গে খেলতে হবে'। এক গাল হেসে 'চ্যালেঞ্জ' গ্রহণ করেন 'শাহেনশাহ'। খেলার নাম 'লাল মির্চ হরি মির্চ'। এই খেলা আদতে বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ ও কন্যা পক্ষের দুই পরিবারের মধ্যে আনন্দ ও হাসির মাত্রা বাড়ানোর উদ্দেশ্যেই অনুষ্ঠিত হয়।'লাল মির্চ হরি মির্চ' নামের ওই মজার খেলার নিয়ম বুঝে নিয়ে সবাইকে অবাক করে দ্রুত গতিতে তা খেলতে শুরু করেন 'বিগ বি'। ঝটপট বিভিন্ন রঙের লঙ্কা সারি দিয়ে রাখা বাটিতে বেছে গুছিয়ে রাখতে শুরু করে দিয়েছেন তিনি। 'সিনিয়র বচ্চন'-এর পাশে তখন দ্রুত লয়ে এই খেলার একটি গান গেয়ে চলেছেন ওই কেবিসি প্রতিযোগী। খেলতে খেলতে হেসে উঠে অমিতাভ বলে ওঠেন, 'এবার আমার যা অবস্থা তাতে স্বপ্নেও মনে হয় আজ এই লাল মির্চ হরি মির্চ' দেখব'। অমিতাভের ভাবসাব দেখে ও তাঁর সরস মন্তব্য শুনে হাসি চাপতে পারেনি শো-তে উপস্থিত থাকা দর্শকের দল।