
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ক্যাটরিনা কাইফের ব্র্যান্ডের বিউটি প্রোডাক্ট ব্যবহার করে বেঙ্গালুরুর একজন মহিলা খুব প্রশংসা করে নিজের প্রতিক্রিয়া শেয়ার করে নিয়েছেন। সম্প্রতি, মহিলা গ্রাহক ক্যাটরিনার ব্র্যান্ডের আইলাইনার ব্যবহার করেছেন এবং তার একটি ভিডিয়োও পোস্ট করেছেন। সেখানে সেটি ব্যবহার করার পর তিনি কতখানি মুগ্ধ এবং হতবাক হয়েছেন তাই শেয়ার করেছেন। বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে যাওয়ার পরও আইলাইনারটি একটুও নষ্ট হয়নি বা ধুয়ে যায়নি, মূলত সেই বিষয়টি তিনি এই ভিডিয়োর মাধ্যমে জানিয়েছেন।
ক্যাটরিনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে এই ভিডিয়োটি শেয়ার করে একটি নোট লিখেছেন। নায়িকা লিখেছেন, 'আমাদের বিউটি লিকুইড আইলাইনার ব্যবহার করে যে আপনি এত খুশি সেটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে। আপনার প্রত্যাশা যে আমরা পূরণ করতে পেরেছি, সেটাই আমার আনন্দে জায়গা।'
আরও পড়ুন: ‘চোখের পলক পড়াও সময় দিইনি…’! ডিউন: প্রফেসিতে নিজের চরিত্র নিয়ে যা বললেন টাবু
সম্প্রতি, রেডিইড-এ ওই মহিলা ভিডিয়োটি শেয়ার করেছেন। ভিডিয়োয় তিনি বলেছিলেন, 'আমি প্রথমেই বলে রাখি যে এই ভিডিয়োটি কোনও প্রমোশানাল ভিডিয়ো নয়। আমাকে এর জন্য কোনও টাকাও দেওয়া হয়নি। আমি এই প্রোডাকটা ব্যবহার করে এত অবাক হয়েছি যে আমি আপনাদের সঙ্গে আমার ফিডব্যাক শেয়ার না করে পারলাম না। তাই এই ভিডিয়োটি বানানো। আমি অফিস থেকে বাড়ি যাচ্ছিলাম বাইরে তখন রোদই ছিল। তারপর হঠাৎ করেই বেঙ্গালুরুর ওয়েদার চেরাপুঞ্জির মতো হয়ে গেল, বৃষ্টি শুরু হল।'
আরও পড়ুন: লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের মাঝেই দেবদাস নিয়ে সুখবর দিলেন শাহরুখ!
তিনি জানান বৃষ্টি শুরু হতেই তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন, যাতে তাঁর মুখে জল না পড়ে। এ প্রসঙ্গে তিনি ভিডিয়োয় বলেন, 'ভগবান ইন্দ্রের ক্রোধ আমার উপর পড়েছে মনে হয়। কয়েকটা গাড়ি এত জোড়ে যাচ্ছে যে আমার দিকে বারবার কাদা ছিটকে আসছে। এই বৃষ্টিতে চপ্পল পরা আমি বোকার মতো হেঁটে যাচ্ছি। কিন্তু এর মধ্যেও যদি আপনি আমার মুখের দিকে তাকান! তাহলেই একটা ম্যাজিক দেখতে পাবেন। আপনি কি আমার চোখ দেখতে পাচ্ছেন? আমার আইলাইনার কিন্তু মোটেও ধুয়ে যায়নি! আমার ফাউন্ডেশন এবং লিপস্টিক বরং একটু হালকা হয়ে গিয়েছে। কিন্তু আইলাইনার একদম ঠিক আছে। এই আইলাইনার ক্যাটরিনার ব্যান্ড থেকে নেওয়া, আমি সত্যিই মুগ্ধ এটি ব্যবহার করে!'
ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছিল শ্রীরাম রাঘবনের ছবি 'মেরি ক্রিসমাস'-এ। এখানে তাঁর বিপরীতে কাজ করেছিলেন অভিনেতা বিজয় সেতুপতি। ফারহান আখতারের আসন্ন ছবি 'জি লে জারা'-এ তাঁকে দেখা যাবে বলেও শোনা গিয়েছে। তিনি ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন আলিয়া ভাট এবং প্রিয়াঙ্কা চোপড়া।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports