‘ভুল ভুলাইয়া ২’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে অক্ষয়ের পরিবর্তে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান। যদিও অনেকেই বলেছিলেন, অক্ষয়ের জায়গা কখনও কেড়ে নিতে পারবেন না কার্তিক। এবার আবারও শোনা গেল অন্য একটি ছবির সিক্যুয়েলের কথা, যেখানে নাকি আবারও অক্ষয়ের পরিবর্তেই অভিনয় করবেন কার্তিক।
সম্প্রতি শোনা গিয়েছে, ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘মুঝসে শাদি করোগি’ ছবির দ্বিতীয় পর্ব নাকি আসতে চলেছে। দ্বিতীয় পর্বে কার্তিক এবং বরুণ ধাওয়ান প্রধান চরিত্রে অভিনয় করবেন বলে জানা গিয়েছে। গুঞ্জন শোনা মাত্রই ফের অক্ষয়ের জায়গায় কার্তিকের অভিনয় নিয়ে চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন: 'সত্যজিৎ রায়ের সমকক্ষ...', মানিকবাবুর সঙ্গে তুলনা করে কাকে কটাক্ষ করলেন জিতু?
আরও পড়ুন: 'আরও বিনিয়োগ..', Waves summit 2025-এ বলিউডের উন্নতির জন্য কোন টিপস দিলেন আমির?
চলতি সপ্তাহে শুরুতেই পিঙ্কভিলার একটি সূত্র মারফত জানা গিয়েছে, খুব শীঘ্রই নাকি আসতে চলেছে ‘মুমুঝসে শাদি করোগি ২’। কার্তিক এবং বরুণ ইতিমধ্যেই নাকি এই ছবিতে অভিনয় করার ব্যাপার নিয়ে আলোচনা করেছেন পরিচালকের সঙ্গে। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াওয়ালা। তবে এই ছবিটি সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।
তবে এই গুঞ্জন যে সঠিক নয় তা জানা গিয়েছে ইন্ডাস্ট্রির একটি গোপন সূত্র থেকে। সূত্র মারফত জানা গিয়েছে, ‘মুঝসে শাদি করোগি ২’ ছবিতে কার্তিকের অভিনয় করার গুঞ্জন সম্পূর্ণ মিথ্যে। এই মুহূর্তে কার্তিক একটি ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত এবং আগামী দিনেও বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে তাঁর হাতে।
আরও পড়ুন: শ্যুটিং ফ্লোরেই মুখ থুবড়ে পড়লেন বরুণ, কান্ড দেখে হেসে খুন ম্রুণাল, মৌনীরা
সূত্র মারফত আরও জানা গিয়েছে, কার্তিক এই মুহূর্তে এমন ছবিতে অভিনয় করতে ইচ্ছুক যে ছবিতে মুখ্য চরিত্রে একজন অভিনেতাই অভিনয় করবেন। এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন কারণ এটি তাঁর কেরিয়ারের গ্রোথের জন্য ভীষণ প্রয়োজন। ২০১৮ সালে ‘সনু কি টিটু কি সুইটি’ ছবিতে সানি সিংয়ের সঙ্গে সর্বশেষ অভিনয় করেছিলেন তিনি। এরপর যে ছবিতে অভিনয় করেছেন সেই ছবিতেই তিনি একাই ছিলেন হিরো।