
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কাছের মানুষদের নিয়েই ৫৪তম জন্মদিন সেলিব্রেট করলেন পতৌদির নবাব। শুক্রবার বড় মেয়ে সারা আলি খান তাঁর ‘আব্বা’র ঘরোয়া জন্মদিনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। মেয়ে সারা, বড় ছেলে ইব্রাহিম ও দ্বিতীয় স্ত্রী কারিনা কাপুরকে পাশে জন্মদিনের কেক কাটলেন শর্মিলা পুত্র, তবে দেখা গেল না তৈমুর এবং জেহ-কে!
জন্মদিনে সাদামাটা উদযাপন সারলেন সইফ। সাদা রঙা ক্যাজুয়াল টি-শার্ট এবং জিনসে দেখা মিলল বার্থ ডে বয়ের। কারিনাকে অল-ব্লু ডেনিম লুকে মিষ্টি লাগল। সারা একটি স্ট্র্যাপি টপ এবং সাদা জিনসে সেজেছিলেন, হ্যান্ডসাম ইব্রাহিমের পরনে ছিল সাদা শার্ট এবং নীল জিনস। সইফ-পুত্র যে বলিউডে পা রাখতে পুরোপুরি তৈরি তা দিনদিন স্পষ্ট হয়ে যাচ্ছে। ‘হ্যাপি বার্থডে ড্যাড’, ‘বেস্ট ড্যাড’ লেখা বেলুনে সাজানো ঘর। বোঝাই গেল সইফের জন্য এই আয়োজন করেছে তাঁর দুই সন্তান সারা ও ইব্রাহিম।
ক্যাপশনে সারা লিখেছেন, 'হ্যাপিয়েস্ট বার্থডে আব্বা'। অনুরাগীরাও সাইফকে তার পোস্টের কমেন্ট সেকশনে শুভেচ্ছা জানিয়েছেন। সইফ-করিনার বাড়িতে তাঁর প্রথমপক্ষের দুই ছেলে-মেয়ের অবাধ যাতায়াত। করিনার সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সারা-ইব্রাহিমের। সৎ মা নয়, বরং বন্ধুর মতো মেশেন তাঁরা।
অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সইফ, যার সাথে তাঁর সন্তান সারা এবং ইব্রাহিম ছিল। সইফকে ভালোবেসে বিয়ে করেন করিনা। প্রায় পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১১ সালে বিশেষ বিবাহ আইন অনুসারে খানিক পরিবারের অমতে গিয়েই বিয়েটা সেরেছিলেন বেবো। ডিভোর্সি, ভিনধর্মী দুই সন্তানের বাবা সইফের সঙ্গে করিনার বিয়েতে খুশি ছিল কাপুর পরিবার। দুজনের বয়সের ফারাকও বিস্তর! করিনার চেয়ে প্রায় ১১ বছরের বড় সইফ। ১৯৮০ সালের সেপ্টেম্বরে জন্ম করিনার। এখন তাঁর বয়স ৪৩, ওদিকে ৫৫-য় পা দিলেন সইফ আলি খান। তাঁদের দুই সন্তান তৈমুর ও জাহাঙ্গীর।
সইফের ছোট বোন সোহা আলি খানও দাদাকে আদুরে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় ভাই।’ ছবিতে দেখা যাচ্ছে, লাউঞ্জিং পোশাক পরে ছেলে তৈমুর ও বোনঝি ইনায়ার সঙ্গে খেলছেন ‘মামুজান’ সইফ। গ্রিস ভ্রমণের সাম্প্রতিক এবং এক দশক পুরোনো ছবি শেয়ার করে সইফকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন কারিনা। সইফকে আগামীতে জুনিয়র এনটিআরের সাথে দেবারা ছবিতে দেখা যাবে। শুক্রবার তার জন্মদিনে সিনেমা থেকে তার চরিত্রের একটি বিশেষ ঝলক মুক্তি পেয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports