
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
জাতীয় পুরস্কারের মঞ্চে এদিন ব্রহ্মাস্ত্র ছবির জয়জয়কার পড়ে গিয়েছিল। একাধিক বিভাগে ছবিটি পুরস্কার পেয়েছে। প্রযোজক হিসেবে সেখানে উপস্থিত থাকলেও সাফল্যের কৃতিত্ব নিতে চাইলেন না করণ জোহর। উল্টে প্রশংসায় ভরালেন অয়ন মুখোপাধ্যায়কে।
আরও পড়ুন: চার্জশিট - সূত্রের খবরের ফারাক জানেন না কিঞ্জল! 'ডাক্তারবাবু'কে পড়াশোনা করার 'পরামর্শ' TMCP নেত্রীর
আরও পড়ুন: 'নবান্ন থেকে বিরূপ প্রতিক্রিয়া এলে...', পুজোর আবহেই বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কিঞ্জলদের
মঙ্গলবার ৮ অক্টোবর অনুষ্ঠিত হল ৭০ তম চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান। সেখানেই ব্রহ্মাস্ত্র ছবিকে সমর্থন করতে অয়ন মুখোপাধ্যায়ের সঙ্গে হাজির ছিলেন করণ জোহর। তাঁদের পুনরায় একসঙ্গে দেখা গত বছর যে গুজব ছড়িয়ে ছিল সেটা বলাই বাহুল্য একেবারে ধুয়ে মুছে গেল যে দুজনের সম্পর্ক নাকি ঠিক নেই। উল্টে এদিন করণ রীতিমত প্রশংসা করেন অয়নের।
আরও পড়ুন: 'একাধিক কারণেই...' হঠাৎ আশ্বিনে বিয়ে কেন? কারণ খোলসা করলেন রূপসা, কবে যাচ্ছেন হানিমুনে?
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই করণ ব্রহ্মাস্ত্র এবং অয়নের তারিফ করে বলেন, 'আমি অত্যন্ত গর্বিত এবং খুশি এখানে আজ উপস্থিত থাকতে পেরে। আমি বিশেষ ভিএফএক্স এবং অন্যান্য বিষয়ে কৃতিত্ব নিতে পারি না। সবটাই অয়নের মস্তিষ্কপ্রসূত। এটা ওর ভাবনা এবং চেষ্টার ফল। আমি খালি আজ আমার টিমকে সমর্থন করতে এখানে এসেছি।' প্রসঙ্গত, ব্রহ্মাস্ত্র এদিন অ্যানিমেশনে সেরা ছবি, সেরা ভিএফএক্স, সহ একাধিক বিভাগে পুরস্কার পেয়েছে।
২০২২ সালে মুক্তি পেয়েছে ব্রহ্মাস্ত্র ছবিটি। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটিতে মুখ্য ভূমিকায় রণবীর কাপুর এবং আলিয়া ভাট ছিলেন। সঙ্গে অন্যান্য চরিত্রে মৌনি রায়, অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া, প্রমুখ ছিলেন। এই বিষয়ে বলে রাখা ভালো, অয়ন মুখোপাধ্যায় শীঘ্রই ব্রহ্মাস্ত্র ২ ছবির কাজ শুরু করবেন। বর্তমানে তিনি ওয়ার ২ ছবিটি নিয়ে দারুণ ব্যস্ত। সেই ছবির কাজ শেষ হলেই তিনি ব্রহ্মাস্ত্র ২ ছবিতে হাত দেবেন। ওয়ার ২ ছবিতে থাকবেন হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর।
আরও পড়ুন: বাহুলগ্না হয়ে রাজের চোখে ডুব শুভশ্রীর, পাওয়ার কাপলের পঞ্চমী লুকে মুগ্ধ পার্নো - অদ্রিজারা
6.88% Weekly Cashback on 2025 IPL Sports