Kangana Ranaut-Javed Akhtar: ‘এক্কেবারে ঘরে ঢুকে মেরে এলেন’! অতীত ভুলে জাভেদ আখতারের উদ্দেশ্যে লিখলেন কঙ্গনা
1 মিনিটে পড়ুন Updated: 22 Feb 2023, 04:00 PM IST‘যখনই আমি জাভেদ সাবের কবিতা শুনি আমার মনে হয় দেবী সরস্বতী সত্যিই ওঁকে আশীর্বাদ করেছেন, কিন্তু দেখুন একজন ব্যক্তির মধ্যে অবশ্যই কিছু সত্য থাকে, আর সে কারণে তাঁর মধ্যে দেবত্ব বাস করে। জয় হিন্দ জাভেদ আখতার সাব। উনি তো একপ্রকার বাড়িতে ঢুকে মেরে এলেন।’
জাভেদ আখতার-কঙ্গনা রানাওয়াত