দেখতে দেখতে ১০০০ পর্ব পার করল জগদ্ধাত্রী ধারাবাহিকটি। এটি বর্তমানে বাংলার অন্যতম দীর্ঘদিন ধরে চলে আসা ধারাবাহিক। না, এটি যে কেবল কয়েক মাসে বন্ধ হওয়ার বদলে, তিন বছর পার করল সেটাই নয়, একই সঙ্গে টিআরপিতে একই রকম দাপট ধরে রেখেছে। আর প্রথম ধারাবাহিকেই এত বড় সাফল্য পেতেই উচ্ছ্বসিত অঙ্কিতা মল্লিক ওরফে ধারাবাহিকের জ্যাস সান্যাল।
আরও পড়ুন: কমলিনীর বাড়িতে বর্ষার প্রাক্তন! স্ত্রীর 'কুকীর্তি'র ছবি দেখে রেগে আগুন বুবলাই, ঘটাবে কোন কাণ্ড?
আরও পড়ুন: ৩০ কোটির গণ্ডি টপকে গেল ভুল চুক মাফ! প্রথম সোমবার ঘরে কত তুলল রাজকুমারের ছবি?
১০০০ পর্ব পার জগদ্ধাত্রীর
এদিন ধারাবাহিক ১০০০ পর্বের মাইলফলক ছুঁতেই অঙ্কিতা মল্লিক বলেন, '১০০০ পর্ব ধরে বাঙালির মনের ঘরে। আজকে জগদ্ধাত্রী ১০০০ পর্বে দিল। এই দিনটা আমার জন্য খুব স্পেশাল। সত্যি মনে হয় আমরা এই তো কিছুদিন আগেই কাজ করতে শুরু করলাম। এই কটাদিন আগে শুরু করলাম। তখন কেউ কাউকে চিনতাম না। ৩ বছর ধরে আমরা একটা ফ্লোরে, একটা ধারাবাহিকে একটা পরিবারের মতো কাজ করছি। এবং খালি আজকে এই টিম, এই ফ্লোরে যারা কাজ করছি তারা নয়, পর্দার ওপারে যাঁরা দেখছেন তাঁরাও কিন্তু আমাদের পরিবার হয়ে গেছেন। আমার প্রথম ধারাবাহিক ১০০০ পর্ব পেরোল এটা আমার জন্য খুব স্পেশ্যাল।'
প্রায় একই সুর শোনা গেল স্বয়ম্ভু, ওরফে সৌম্যদীপ মুখোপাধ্যায়ের গলায়। তিনি এদিন দর্শকদের উদ্দেশ্যে বলেন, 'আপনাদের আশীর্বাদে জগদ্ধাত্রী ১০০০ পর্ব পার করল। এই দীর্ঘদিন ধরে জগদ্ধাত্রী ধারাবাহিকের কলাকুশলীদের কঠোর পরিশ্রম সত্যিই সার্থক। আগামী দিনেও এই ভাবেই ভালোবাসায় ভরিয়ে দেবেন আমাদের সকলকে।'
জগদ্ধাত্রী ধারাবাহিক এই বড় মাইলফলক ছুঁয়ে ফেলার উদযাপন চলে সেটে। সেখানে বিরিয়ানি, ফিশ ফ্রাই সহ ভুরিভোজের আয়োজন করা হয়।
আরও পড়ুন: নাসিরউদ্দিন এবার রুশদির ভূমিকায়! কৌশিকের পরিচালনায় সাহিত্যিকের উপর হওয়া ছুরি হামলা এবার থিয়েটারে
আরও পড়ুন: অপুর ডেস্কে বসে তারই ক্লিপ নিয়ে খেলা আর্যর! অপর্ণা দেখতেই কী ঘটবে 'চিরদিনই তুমি যে আমার' -এ?